বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০১:৪৩ এএম
“আমি ফাতিমার বাবা নই, বয়ফ্রেন্ডও নই” স্পষ্ট বক্তব্য আমির খানের
দীর্ঘদিন ধরে বলিউড অভিনেতা আমির খান ও অভিনেত্রী ফাতিমা সানা শেখকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছিল। একসঙ্গে কাজ করার সুবাদে তাদের ঘনিষ্ঠতা নিয়ে নানা মুখরোচক গুঞ্জন ছড়ালেও এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আমির। অবশেষে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করলেন তার অবস্থান।
সাক্ষাৎকারে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার শুটিং এবং কাস্টিং নিয়ে কথা বলতে গিয়ে আমির জানান, সিনেমাটির জন্য উপযুক্ত নারী চরিত্র বেছে নিতে নির্মাতারা বেশ বেকায়দায় পড়েছিলেন। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরসহ একাধিক শীর্ষস্থানীয় অভিনেত্রী সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
পরিস্থিতির চাপে পড়ে প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য শেষ পর্যন্ত ফাতিমা সানার নাম প্রস্তাব করেন। তবে সে সময় একটি বিষয় নিয়ে তারা দ্বিধায় ছিলেন— এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, আর এবার প্রেমিক-প্রেমিকা হিসেবে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে সংশয় ছিল।
এ বিষয়ে আমির বলেন, “ভিক্টর (পরিচালক) আর আদিত্য বলেছিলেন, ‘তাকে (ফাতিমা) নিলেও তোমার সঙ্গে তার কোনো রোমান্সের দৃশ্য থাকবে না। কারণ সে তো ‘দঙ্গল’-এ তোমার মেয়ে ছিল। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, দর্শক মেনে নেবে না।’”
তবে নিজের মত থেকে সরেননি আমির খান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি এসব বিশ্বাস করি না। আমি ফাতিমার বাবা না, বয়ফ্রেন্ডও না। আমরা কেবল একটি সিনেমা বানাচ্ছি, ব্যাস। চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক খোঁজা অপ্রয়োজনীয়।”
তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, “অমিতাভ বচ্চন তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এটা নতুন কিছু নয়।”
আমিরের মতে, দর্শকের উপর এমন অনাস্থা রাখা উচিত নয়। তিনি বলেন, “যদি আমরা বলি দর্শক মেনে নেবে না, তাহলে তো আমরা তাদেরই হেয় করছি।”
সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেতা তার ও ফাতিমার সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনায় একরকম ইতি টানলেন বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ//হ.র