বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫০ এএম
ঝলমলে রূপে সোশ্যাল মিডিয়ায় মাতালেন পরী মণি
ঢালিউডের আলোচিত নায়িকা পরী মণি আবারও আলোচনায় এসেছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত মুহূর্ত, কাজের আপডেট কিংবা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন—সবসময়ই ফেসবুকেই সবচেয়ে সক্রিয় থাকেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম হলো না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে তিনটি নতুন ছবি শেয়ার করেন পরী। একটি গহনার ব্র্যান্ডের প্রমোশনের জন্য তোলা এই ছবিগুলোতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। পোস্টের পর থেকেই ভক্তরা কমেন্ট ও রিঅ্যাক্টে ভরিয়ে দিচ্ছেন তার টাইমলাইন।
গহনায় সজ্জিত পরী
ছবিতে নীল-সোনালি রঙের লেহেঙ্গা পরিহিতা পরীকে দেখা যায় ঐতিহ্যবাহী রূপে। ভারী গহনায় সজ্জিত হয়েছেন তিনি—নাকফুল, নেকলেস, দুল আর চুড়িতে ফুটে উঠেছে তার ঝলমলে সাজ।
ক্যারিয়ারের শুরুতেই ঝড়
বাংলাদেশি চলচ্চিত্রে নাম লেখানোর পর থেকেই পরী মণি ছিলেন আলোচনার কেন্দ্রে। কোনো ছবি মুক্তির আগেই টানা ২২টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তৈরি করেছিলেন রেকর্ড। তার অভিনীত প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এরপর অন্তরজ্বালা, ধূমকেতু, রক্ত, স্বপ্নজাল ও আরও ভালোবাসবো তোমায়সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি।
ভোরের আকাশ।।হর