× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৫ ০২:২৬ পিএম

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

নব্বুইয়ের দশকের নায়িকারা এখন দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। তাদের অনেকেই এখন আর অভিনয় পেশার সঙ্গে যুক্ত নেই। 

মৌসুমী: ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে  মৌসুমীর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারসহ অনেক সম্মাননা। তবে তিনি সিনেমায় অনেকটাই অনিয়মিত এখন। প্রায় দুবছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন। গত ২৭ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’র মঞ্চে গান গেয়েছেন তিনি। তিনি আর অভিনয়ে ফিরবেন না। 

শাবনাজ: ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা শাবনাজ। ‘চাঁদনী’ দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। নব্বই দশকের শুরুর দিকে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ছিল ‘চাঁদনী’। এরপর আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গেও তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সে সময় আলোচিত এ নায়িকাও এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তারও অভিনয়ে ফেরার আর সম্ভাবনা নেই।
 

শাবনূর: নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা শাবনূর। দীর্ঘসময় তিনি ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু করেন তিনি। আলোচিত নায়ক সালমান শাহর নায়িকা হিসাবেই তিনি বেশি আলোচিত ছিলেন। জুটি হিসাবে অভিনয় করেছেন অনেক ব্যবসাসফল সিনেমায়। নব্বই থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছেন শাবনূর। বর্তমানে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমায়। 

পপি: জনপ্রিয় নায়িকা পপি ইন্ডাস্ট্রিতে টানা দুই দশক রাজত্ব করেছেন। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাটি তার ক্যারিয়ারের ব্যবসাসফল সিনেমাগুলোর একটি। এক সময়ের ব্যস্ত এ নায়িকা হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন। জানা গেছে, বিয়ে করে সংসারি হয়েছেন তিনি, স্বামী-সন্তান নিয়ে সুখেই রয়েছেন। ছেড়ে দিয়েছেন অভিনয়। 

আঞ্জুমান শিল্পী: নব্বই দশকের মাঝামাঝি সময়ে সিনেমায় আসেন নায়িকা শিল্পী। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাগ নর্তকী’। তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলার কমান্ডো’। এরপর সালমান শাহর বিপরীতে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। ক্যারিয়ারে প্রায় ৩৬টি সিনেমা করেছেন। তবে ২০০০ সাল থেকে তিনি নিজেকে সিনেমা থেকে গুটিয়ে নেন। মাঝে তাকে নাটকে অভিনয় করতেও দেখা গেছে। উপস্থাপনাও করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে দেখা যায় না তাকে। তবে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে।

তামান্না: বাপ্পারাজের বিপরীতে ‘ত্যাজ্যপুত্র’ সিনেমা দিয়ে সিনেমায় অভিষেক হয় নায়িকা তামান্নার। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ১৯৯৮ সালে রুবেলের সঙ্গে ‘ভণ্ড’ নামে একটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। তার ক্যারিয়ারেও রয়েছে একাধিক সিনেমা।  সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘পাগল তোর জন্যরে’ সিনেমায়। এটি ২০১৩ সালে মুক্তি পায়। এরপর আর তিনি সিনেমামুখী হননি। বর্তমানে সুইডেনে বসবাস করছেন।

এ ছাড়া সে সময়ের আরও অনেক নায়িকা রয়েছেন, যারা বেশ আলোচনায়ও এসেছিলেন। তাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অলিভিয়া, অন্তরা (মারা গেছেন), জেবা, সোনিয়া, লিমা, শাহনাজ প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ

আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মিরাজ

 বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

 বাকবিশিস সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা কমিটি ঘোষণা

বাকবিশিস সাতকানিয়া-লোহাগাড়া উপজেলা কমিটি ঘোষণা

 খাওয়ার পর পেট ফুলে যায়? জেনে নিন কারণ

খাওয়ার পর পেট ফুলে যায়? জেনে নিন কারণ

 কিশোরগঞ্জ মিঠামইন ও পাকুন্দিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জ মিঠামইন ও পাকুন্দিয়ায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

সংশ্লিষ্ট

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

চিন্তিত সাবিলা নূর

চিন্তিত সাবিলা নূর

প্রবাসে কেমন আছেন তারকারা

প্রবাসে কেমন আছেন তারকারা