বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৩:০০ এএম
কনে সেজে চমক দিলেন দীঘি, নেটিজেনদের মাঝে বিয়ের গুঞ্জন!
হঠাৎ করেই কনে সাজে সামাজিক মাধ্যমে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ঝলমলে বেনারসি শাড়ি, মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় হার, হাতে চুড়ি আর বোল্ড মেকআপে দীঘিকে দেখে নেটিজেনদের কৌতূহল—তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি?
কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি। এটি শুধুমাত্র একটি ফ্যাশন ফটোশুট। এর আগেও একাধিকবার ব্রাইডাল লুকে দেখা গেছে এই নায়িকাকে। তবে এবারের রূপে রাজকীয় ছোঁয়া থাকায় তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
দীঘির ফটোশুটের ছবিগুলো ঘিরে ভক্তদের মন্তব্যে ভরছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে।’ আবার কেউ কেউ সরাসরি প্রশ্ন করেছেন, ‘বিয়ে করছেন নাকি?’
অভিনয়ের পাশাপাশি রূপ ও স্টাইলেও বরাবরই সচেতন দীঘি। সর্বশেষ তিনি কাজ করেছেন এম রহিম পরিচালিত ঈদুল ফিতরের চলচ্চিত্র ‘জংলি’ তে, যেখানে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আপাতত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ভোরের আকাশ//হ.র