সংগীতশিল্পী সানি বিয়ে করেছেন
তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম; অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। শুক্রবার (২৩ মে) ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তাঁর স্ত্রী নুসরাত মাটি পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্মাতা।
শনিবার বিকেলে সানি বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা-সবকিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম। এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।
সানি জানান, ঈদের কাজের ব্যস্ততা শেষে দুজনে ঘুরতে বের হবেন তাঁরা। ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন মাটি। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।
১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।
বিয়ের খবরের সঙ্গে অনুরাগীদের আরও একটি সুখবর দিলেন সানি। তাঁর নতুন দুটি গান শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন। দুটি গানই কবিতা থেকে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে একটি কবিতা কবি শহীদ কাদরীর, অন্যটি কবি হাসান রোবায়েতের। একটি গানের সংগীতায়োজক জাহিদ নিরব, আরেকটির লাবিব কামাল গৌরব। গিটারে আছেন অন্তু দাস।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের পরিচিত মুখ, অভিনেতা মুকুল দেব। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি এবং শেষ কয়েকটি দিন হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩ মে (শুক্রবার) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুল দেব শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও বেশ ভেঙে পড়েছিলেন। মা-বাবার মৃত্যুর পর থেকে তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন। জনসম্মুখে কম আসতেন এবং খুব কমই কারো সঙ্গে যোগাযোগ রাখতেন।তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন অভিনেতা বিন্দু দারা সিং। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মুকুল আর কখনও নিজেকে বড় পর্দায় দেখতে পারবে না—এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর।"মুকুল দেব তার কর্মজীবন শুরু করেন একজন মডেল হিসেবে। পরে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং ‘দস্তক’ সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। তবে মূলত পার্শ্বচরিত্র ও খলনায়কের ভূমিকায় তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নেয়।তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:হিন্দি: দস্তক, সরফরোশ, ওয়াজুদ, হিম্মতওয়ালা, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনীবাংলা: অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, সুলতান: দ্য সেভিয়ারএছাড়াও তিনি তামিল ও তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন।উল্লেখ্য, মুকুল দেবের ভাই রাহুল দেব বলিউডে খলনায়কের চরিত্রে বেশ পরিচিত মুখ। মুকুলের হঠাৎ মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।ভোরের আকাশ//হ.র
তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম; অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। শুক্রবার (২৩ মে) ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তাঁর স্ত্রী নুসরাত মাটি পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্মাতা।শনিবার বিকেলে সানি বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা-সবকিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম। এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।সানি জানান, ঈদের কাজের ব্যস্ততা শেষে দুজনে ঘুরতে বের হবেন তাঁরা। ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন মাটি। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।বিয়ের খবরের সঙ্গে অনুরাগীদের আরও একটি সুখবর দিলেন সানি। তাঁর নতুন দুটি গান শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে রেকর্ডিং সম্পন্ন। দুটি গানই কবিতা থেকে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে একটি কবিতা কবি শহীদ কাদরীর, অন্যটি কবি হাসান রোবায়েতের। একটি গানের সংগীতায়োজক জাহিদ নিরব, আরেকটির লাবিব কামাল গৌরব। গিটারে আছেন অন্তু দাস। ভোরের আকাশ/এসআই
সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন। এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের ক্যারিয়ারের শুরু থেকে ২৫ বছরের জার্নি নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দেন এই চিত্রনায়ক। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।শাকিব খানের এই অর্জনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনের অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।ফেসবুক স্ট্যাটাসে নিজের দুটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে আসার পথে নিজের এই ছবিটা নিজেই তুললাম, মনে মনে অনেক কিছু ঠিক করার পর মনে হলো এই মুহূর্তের ছবি তুলে রাখি। আজকের (গতকালের) অনুষ্ঠানের মূল আকর্ষণ শাকিব খান। তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি। কী বিশাল আনন্দের কথা। ২৫ বছর। শেষ পুরস্কারটি ছিল সেরা অভিনেতার, শাকিব খান জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কার এবং তিনি স্টেজে যে কথাগুলো বললেন, তা হাঁ করে শুনছিলাম আমি।এরপর শাকিব খানকে উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘কত তাচ্ছিল্যে, কত অপমান, কত কষ্ট সহ্য করে আজকের এই জায়গায় তিনি। তিনি বললেন, পাশের মানুষরাই নাকি বলেছিলেন আরে তুমি এখন ডেড হর্স।’ আসলে একজন শিল্পী ভীষণ একা। কারণ শিল্পী তার দর্শকের কথা ভেবে কাজ করে যান আর শাকিব খানের মতো মেগাস্টার হতে হলে অনেক ধৈয্য, অনেক সাধনার প্রয়োজন।অভিনেত্রী নিজেও শাকিব খানের মতো হতে চান জানিয়ে ভাবনা আরো লেখেন, শাকিব খান, আপনার কাছ থেকে আমি আজকে অনেক অনুপ্রেরণা নিয়ে ফিরলাম। একজন অভিনেতা শাকিব খান আমাকে মুগ্ধ করেছে আরো একবার।সবশেষে ভাবনা লেখেন, সব তাচ্ছিল্য, অপমান, মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল। কত শত বাদ পড়ে যাওয়া একদিন সুদে আসলে ফিরিয়ে দেবে আমাকে আমার কর্ম। আমি কাজের মাধ্যমেই আপনার সামনে আসব। আবারও বলি। আমি শাকিব খানের মতো হতে চাই। ভোরের আকাশ/এসআই
কয়েকমাস ধরেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলিউড ভাইজান সালমান খানকে। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সালমান খানসহ তার বাড়ি কড়া নিরাপত্তার চাদরে মুম্বাই পুলিশ ঢেকে দিয়েছে।সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই অনাহূতর প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের সাধের বাংলোকে আরও কড়া নিরাপত্তায় ঢেকে ফেলেছে মুম্বাই পুলিশ।সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে নিরাপত্তা ভাঙার চেষ্টা করায় এক যুবক ও এক নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।অভিযুক্তরা হলেন-ছত্তিসগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার সিং (২৩) এবং ঈশা ছাবড়া (৩২)। তারা গত মঙ্গলবার ও বুধবার আলাদা আলাদাভাবে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করেন।পুুলিশ জানান, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র কুমার সিং সালমান খানের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি রেগে গিয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ ওই যুবক ভবনের এক বাসিন্দার গাড়ির পেছন দিয়ে লুকিয়ে সালমানের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন। তবে পুলিশ কর্মী তাকে ফের ধরে ফেলে এবং তাকে সরাসরি বান্দ্রা থানায় হস্তান্তর করা হয়।এদিকে, বুধবার ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই ধরণের চেষ্টা করেন ঈশা ছাবড়া নামের এক ৩২ বছরের নারী। এমনকি তিনি অ্যাপার্টমেন্টের লিফট পর্যন্ত পৌঁছে যান। তবে লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।বলিউডের একটি সূত্র বলছে, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও।জানা গিয়েছে, আইডি কার্ড দেখালে তবেই সালমানের বাড়িতে ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।পুলিশের একটি সূত্র বলছে, অভিনেতা লাগাতার যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে, সালমানের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাগিড়িতে প্রবেশ করতে পারবেন না। ভোরের আকাশ/এসআই