বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ০৬:১০ এএম
তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি মিথিলা
জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি এক পডকাস্টে তার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। ১১ বছর দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছিল ২০১৭ সালের অক্টোবর মাসে, যখন তিনি ও তার স্বামী তাহসান খান আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
২০০৬ সালের ৩ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যাসন্তান, আইরা তেহরীম খান। বিচ্ছেদের সময় মিথিলা জানান, এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছিল তার জন্য সবচেয়ে কঠিন বিষয়। তখন তিনি তরুণী এবং এক বছরের একমাত্র সন্তানের মা। "আমি ভেবেছিলাম, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না," বলেন মিথিলা।
তিনি আরও জানান, "বিচ্ছেদ বা সম্পর্ক ভেঙে যাওয়া কখনোই সহজ নয়। তখন আমি মানসিকভাবে এত দৃঢ় ছিলাম না বড় কোনো সিদ্ধান্ত নিতে। আমার এক বছরের সন্তান ছিল, তাই নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।"
মিথিলা বলেন, "২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ জীবনটা পুরো বদলে গেল। শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকে আমি ভবিষ্যৎ দেখতাম, কিন্তু বুঝলাম সেটা আমার জায়গা নয়।"
তিনি নিজেও চাকরি করতেন, তবে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক স্বাধীনতা ছিল সীমিত। "আমার কোনো গাড়ি ছিল না, অথচ আমি গাড়িতে চলাফেরার অভ্যস্ত ছিলাম, আমার সন্তানও তাই ছিল। তখন বুঝলাম জীবনে নিজের জায়গা থাকা কত জরুরি," মিথিলা বলেন।
এই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা অপরিহার্য। "মেয়েদের নিজেদের জায়গা বলতে কিছু থাকে না—কখনো শ্বশুরবাড়ি, কখনো বাবার বাড়ি। এখন আমার নিজের জায়গা আছে। মেয়েদের সবার আগে অর্থনৈতিক স্বাধীনতা দরকার। তা না হলে জীবনের বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে," যোগ করেন তিনি।
২০১৫ সালে তারা আলাদা থাকতে শুরু করেন, এবং মিথিলা দীর্ঘ সময় চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখার। তবে অবশেষে ২০১৭ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
তাহসান ও মিথিলা একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় নাটক যেমন ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’, যেগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে। তারা একসঙ্গে গানও গেয়েছেন।
মিথিলার এই খোলামেলা কথাগুলো অনেকের কাছে এক অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ভক্তরা।
ভোরের আকাশ//হ.র