বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০২:৫৫ এএম
‘নকল’ বিড়ম্বনার অবসান, অবশেষে ফেসবুকে ‘আসল’ শাবনূর
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় বিভ্রান্তি। তার নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ চালু হয়, যেটি আদতে ভুয়া বলে দাবি করেছেন স্বয়ং অভিনেত্রী। অবশেষে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি ভেরিফায়েড করে বিতর্কের অবসান ঘটালেন তিনি।
শনিবার (২৬ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনি থেকে দুপুর ২টার দিকে ফেসবুক লাইভে এসে শাবনূর বলেন, “আমার একটি মাত্র ফেসবুক আইডি আছে, বাকিগুলো ভুয়া। কে বা কারা এমন কাজ করছে জানি না। আমি সবাইকে মন থেকে ভালোবাসি, কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু কিছু মানুষ কেন এমন করছে, তা বুঝে উঠতে পারছি না।”
তিনি জানান, ওই ভুয়া পেজটি তার নাম, ছবি, এমনকি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ভেরিফায়েড করানো হয়েছে। শাবনূরের ভাষায়, “এই পেজের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এটি স্পষ্টতই প্রতারণা।”
লাইভে তিনি বলেন, “অনেকেই আমাকে আগে থেকেই ভেরিফায়েড আইডির পরামর্শ দিয়েছিলেন। তখন গুরুত্ব দিইনি। কিন্তু এখন বুঝতে পারছি, এটা খুবই দরকার ছিল।”
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ তার আইডি ভেরিফায়েড করে দেয়। বিকেল ৪টার দিকে একটি পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত্যায়িত (ভেরিফায়েড) করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।”
তিনি আরও জানান, প্রতারণার অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ করবেন। শাবনূরের ধারণা, ভুয়া পেজটির পেছনে বাংলাদেশভিত্তিক একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা তার পরিচিতিকে কাজে লাগিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে।
উল্লেখ্য, অতীতেও শাবনূরের নামে একাধিক ফেক আইডি খোলা হয়েছিল এবং এমনকি তার মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছিল। তিনি বারবার ভক্তদের এসব বিষয়ে সতর্ক করে আসছেন।
প্রসঙ্গত, কাজী শারমীন নাহিদ নূপুর, যার পর্দানাম শাবনূর, নব্বই দশকে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্র দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। সালমান শাহ-শাবনূর জুটি আজও বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে বিবেচিত। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন, যেখানে তার একমাত্র ছেলে আইজান নিহান পড়াশোনা করছে।
ভোরের আকাশ//হ.র