বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৭:২৮ এএম
ভয়ংকর রূপে মোশাররফ করিম
ঈদুল আজহায় ভয়ংকর রূপে পর্দায় ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’–এ এক রকম দেখা গেছে মোশাররফ করিমকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির এই অভিনয়শিল্পী। সবাইকে চমকে দিলেন।
অবাক করা লুকে মোশাররফ করিমকে দেখা গেছে—চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ, মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে—দেখে বোঝা যাচ্ছে, ক্রোধে দাঁড়িয়ে আছেন এই অভিনেতা। এমন ভয়ংকর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। ‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা দিলেন মোশাররফ করিম।
নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। এতে দানবীয় ও ভয়ংকর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ‘ইনসাফ’ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুন্ধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। আর এ সিনেমার মাধ্যমেই ঢাকার চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।
রোববার (৪ মে) সন্ধ্যায় পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে পরিচালক ইঙ্গিত দিলেন, ঈদুল আজহায় এই মোশাররফ করিম সবার সামনে আসছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’।