বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১২:০৭ পিএম
ছবি- সংগৃহীত
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাজ্যের কটসওল্ডসে বসবাসের কথা ভাবছেন। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন এই হলিউড তারকা।
‘ম্যালেফিসেন্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো জনপ্রিয় ছবির অভিনেত্রী জোলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন।
‘পিপল’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, তার ছোট যমজ সন্তান নক্স ও ভিভিয়েন আগামী বছর ১৮ বছর পূর্ণ করবে। তার পরই যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন জোলি। ইতোমধ্যে অভিনেত্রী তার লস অ্যাঞ্জেলেসের বাড়িটি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এবং বিদেশে বসবাসের জন্য একাধিক জায়গা বিবেচনা করছেন বলেও জানা গেছে।
এর আগে ২০১৭ সালে জোলি লস ফেলিজে ২৪.৫ মিলিয়ন ডলার ব্যয়ে এই বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন। তার আগে ঐতিহাসিক এ বাড়ির মালিক ছিলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সিসিল বি. ডেমিল। প্রায় ১১ হাজার বর্গফুটের এ বাড়িতে ছয়টি শয়নকক্ষ ও ১০টি বাথরুম রয়েছে। অবশ্য অভিনেত্রী স্বীকার করেছিলেন যে, তার কখনওই লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা ছিল না। মূলত প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সন্তানদের দেখভালের কারণে তাকে এখানে থাকতে হয়েছে।
এ প্রসঙ্গে হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানান, বিচ্ছেদের পর সন্তানদের কারণেই তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হবে বলেই তিনি এখানে থেকেছেন। সঙ্গে জোলি আরও বলেছিলেন যে, তিনি পুরোদমে বিদেশে থাকতে প্রস্তুত। কারণ তার ও তার সন্তানদের জন্য এ অভিনেত্রী এমন মানবিক ও সমৃদ্ধ পরিবেশের প্রত্যাশা রাখেন, যেটা লস অ্যাঞ্জেলেসে পাওয়া সম্ভব নয়। তিনি বিশ্বাস করেন, বিদেশে তার ও সন্তানদের জন্য আদর্শ একটি পরিবেশ অপেক্ষা করছে।
উল্লেখ্য, এরই মধ্যে হলিউড কৌতুকশিল্পী জিমি কিমেল ইতালির নাগরিকত্ব পেয়েছেন, এলেন ডিজেনারেস ও তার স্ত্রী পোর্টিয়া ডি রসি ইংল্যান্ডের কটসওল্ডসে চলে গেছেন। রোজি ও’ডোনেল আয়ারল্যান্ডে স্থায়ী হয়েছেন এবং রিচার্ড গির স্পেনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, জোলি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর পরিচালক ডগ লিম্যানের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। নির্মাতার নতুন স্পাই থ্রিলার ‘দ্য ইনিশিয়েটিভ’ সিনেমায় দেখা যাবে তাকে।
ভোরের আকাশ/তা.কা