বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৬:৫৮ এএম
‘মাই কিং’ লিখে শাকিবকে শুভেচ্ছা অপুর
ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে সম্প্রতি রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তাঁকে দেওয়া হয় রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা।
শাকিবের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং নির্মাতা মতিন রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্মাননা অর্জনের ছবি ছড়িয়ে পড়লে আলোচনায় চলে আসেন শাকিবের সাবেক স্ত্রী ও সহশিল্পী অপু বিশ্বাস। নিজের ফেসবুক পেইজে শাকিবের সম্মাননা প্রাপ্তির ছবি শেয়ার করে তিনি লেখেন, “কনগ্র্যাচুলেশন মাই কিং”, সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজিও।
অপুর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। এতে চার হাজারের বেশি মন্তব্য পড়ে। বেশিরভাগ নেটিজেনই মজার ছলে মন্তব্য করেন- “শাকিব খান ফিফটি পারসেন্ট আপনার, ফিফটি পারসেন্ট বুবলীর।”
তবে এ বিষয়ে অপু বিশ্বাস কোনো পাল্টা মন্তব্য করেননি।
উল্লেখ্য, একসময় শাকিব খান ও অপু বিশ্বাস ছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছবিতেও শাকিবের বিপরীতে দেখা গেছে অপুকে। বাস্তব জীবনেও তাঁদের দীর্ঘ আট বছরের দাম্পত্য সম্পর্ক ছিল, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় সমাপ্ত হয়।
এরপর শাকিব বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। একাধিক সাক্ষাৎকারে শাকিব নিজেই জানিয়েছেন, অপু ও বুবলী— দুজনই এখন তাঁর জীবনের অতীত।
এদিকে সিনেমায় বর্তমানে অনিয়মিত হলেও অপু বিশ্বাস মডেলিং ও সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। জনপ্রিয়তায় এখনো শাকিবের কাছাকাছি অবস্থান ধরে রেখেছেন তিনি।
ভোরের আকাশ//হ.র