× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০১:৫৩ এএম

“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া

“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও আন্তর্জাতিক মঞ্চের সুপরিচিত তারকা প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জানান, তিনি দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমা এবং নিজ দেশ ভারতকে গভীরভাবে মিস করছেন। এ বছর তিনি আবারও ভারতীয় সিনেমায় ফিরে আসছেন বলে ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণার সময় ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি হিন্দি সিনেমা মিস করি এবং ভারতকেও খুব মিস করি। এ বছর ভারতে কাজ করছি, এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ভারতীয় সিনেমার দর্শকদের কাছ থেকে সবসময়ই ভালোবাসা পেয়েছি, আশা করি সেটি আগামীতেও থাকবে।”

এর আগে মার্চে হোলির দিনে দক্ষিণ ভারতীয় বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি২৯’-এর সেটে উপস্থিত থেকে উৎসব উদযাপন করেছেন প্রিয়াঙ্কা। সেই রঙিন মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,
“এটা আমাদের জন্য একটি কাজের হোলি! সবাইকে শুভ হোলির শুভেচ্ছা।”

অন্যদিকে, জাপানে ‘আরআরআর’ সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার সময় রাজামৌলি ‘এসএসএমবি২৯’ সম্পর্কে জানান, “আমরা সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছি এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পুরো কাস্ট এখনও চূড়ান্ত হয়নি। শুধু প্রধান চরিত্রে মহেশ বাবুকে ফাইনাল করেছি, যিনি একজন তেলেগু অভিনেতা এবং দেখতে দারুণ সুদর্শন। মুক্তির সময় আমি তাকে জাপানে নিয়ে আসব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।”

এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারণ। তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অফ স্টেট’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইলিয়া নাইশুলার পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রাইম ভিডিওতে ২ জুলাই মুক্তি পেয়েছে। এতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েড ও সারা নাইলসসহ অন্যান্য নামকরা অভিনেতারা।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা

আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়তে দরকার দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা

সংশ্লিষ্ট

দুই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

দুই বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া

“আমি হিন্দি সিনেমা ও ভারত মিস করছি”:প্রিয়াঙ্কা চোপড়া

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি মিথিলা

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি মিথিলা

টেলর সুইফটকে ছাড়িয়ে বিশ্বসঙ্গীতে শীর্ষে অরিজিৎ সিং

টেলর সুইফটকে ছাড়িয়ে বিশ্বসঙ্গীতে শীর্ষে অরিজিৎ সিং