নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১০:১৫ এএম
বিমান দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুতে পায়েল ঘোষের শোক
গুজরাটের আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষ। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই দুঃসংবাদের কথা জানান তিনি।
পায়েল ঘোষের কলেজ জীবনের বন্ধু প্রীতি চ্যাটার্জি বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি বিমানে ওঠেন, যা উড্ডয়নের কিছু সময় পরই দুর্ঘটনার শিকার হয়। সেই বিমানে প্রাণ হারান প্রীতি।
ঘটনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রীতিকে স্মরণ করে পায়েল লেখেন, “RIP Preity. চ্যাটার্জি পরিবারকে জানাই গভীর সমবেদনা।”
প্রীতির মৃত্যুতে শোক জানিয়ে পায়েল আরও বলেন,“আমি জানতাম ও লন্ডনে যাচ্ছিল। খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তাদের নীরবতা যেন সব বলে দিচ্ছিল। এখনও বিশ্বাস করতে পারছি না—আমার কলেজ জীবনের প্রিয় বন্ধুটি আর নেই।”
তিনি বলেন,“আমি প্রীতির আত্মার শান্তি কামনা করছি। সেইসঙ্গে তার পরিবার যেন এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি পায়, সেই প্রার্থনাও করছি। শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সবার জন্যই আমার অন্তরের শ্রদ্ধা ও সমবেদনা রইল।”
উল্লেখ্য, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ আরোহীর মধ্যে ২৩০ জন ছিলেন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।
ভোরের আকাশ/হ.র