নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ১২:৩৩ এএম
"মা-ভাইবোনের মতোই গৃহকর্মীরা আমার আপনজন"-জয়া আহসান
গুণী অভিনেত্রী জয়া আহসান বারবার নিজেকে ভেঙে গড়ে নতুন রূপে হাজির হয়েছেন দর্শকদের সামনে। এবার তিনি আসছেন এক সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে, যেখানে উঠে আসবে দুই নারীর সম্পর্ক, সংগ্রাম ও সহমর্মিতার গল্প।
নির্মাতা পিপলু আর খানের পরিচালনায় নির্মিত ‘জয়া আর শারমিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই ভিন্ন সামাজিক শ্রেণির নারীর বন্ধুত্বের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ছবির দুটি প্রধান চরিত্র-জয়া এবং তার গৃহকর্মী শারমিন-এই দুই নারীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প।
এই ছবির মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন জয়া আহসান। সিনেমাটি আগামী ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন,
“আমরা এই কোভিডের সময় এই ছবিটার শুটিং করি। যখন সকলে বাড়ি থেকে প্রায় অবসাদে ডুবে যাচ্ছিলেন। তখনও অল্প ইউনিট নিয়ে ছবিটি ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু ছবিটা বেশ বড়। দু’জন আলাদা সামাজিক অবস্থানে বেড়ে ওঠা দুই নারীর বন্ধুত্বের গল্প।”
জয়া আহসান আরও জানান, তার কাছে গৃহকর্মী কোনো আলাদা শ্রেণির কেউ নন।
“আমার মা, ভাইবোন, পোষ্য এরা যেমন পরিবার, আমার গৃহকর্মীরাও আমার বাড়ির লোক।”
এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সমাজে প্রচলিত শ্রেণিভেদ ও সম্পর্কের সংজ্ঞাকে নতুন করে ভাবার আহ্বান জানিয়েছেন।
‘জয়া আর শারমিন’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং এটি সমাজে থাকা অদৃশ্য দেয়ালগুলো নিয়ে একটি সাহসী প্রশ্ন।
ভেরের আকাশ//হ.র