ডাক্তারের পর্যবেক্ষণে আছেন অসুস্থ নুসরাত ফারিয়া
মাত্র কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আদালতে হাজিরা, হুলস্থুল পরিস্থিতি, জামিন - সব কিছু পেরিয়ে এখন রয়েছেন একান্ত নীরবতায়। শারীরিক অসুস্থতা, মানসিক ধাক্কা আর চিকিৎসকের কড়া নির্দেশনায় যোগাযোগবিচ্ছিন্ন নুসরাত ফারিয়া।
২৩ মে নুসরাত ফারিয়া ফেসবুকে জানিয়েছেন, ‘আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, ইন্টারভিউ নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।’
তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে ফোন ব্যবহারের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা। তাই কারো সঙ্গে যোগাযোগ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে সবচেয়ে হৃদয়ছোঁয়া ছিল তার এই স্বীকারোক্তি - ‘গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।’
গ্রেপ্তারের সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতা এবং পরবর্তী শরীরিক ভেঙে পড়া একসঙ্গে যেন তাঁকে ঘিরে ধরে। তবু হতাশা নয়, বার্তার শেষভাগে উঠে এসেছে আশার আলো।
তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারবৃ খুব শিগগিরই আবার দেখা হবে।’
সম্প্রতি পুরনো একটি মামলার জেরে ১৯ মে সকালে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপ অনেককে বিস্মিত করে। যদিও পরদিনই তিনি জামিনে মুক্তি পান, তবে তার গ্রেপ্তার ও জামিনের প্রক্রিয়া নিয়ে শুরু হয় বিতর্ক। সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ এই ঘটনাকে ‘বিব্রতকর’ বলেও আখ্যায়িত করেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড।কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।কলকাতা পুলিশ তদন্ত করছে কীভাবে তার কাছে আধার-ভোটার কার্ড গেল? সেগুলো আসল নাকি নকল সেটাও যাচাই চলছে।জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার তিনি ঠাকুরপুকুর থানাতে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেখানেও ভিন্ন ঠিকানা। বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন।গ্রেপ্তারের পর পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তারপর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। পাওয়া যায় বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড। এমনকি বিমানসংস্থার আইডি কার্ডও।ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তা। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে পুলিশ রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তাছাড়া বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।ভোরের আকাশ/জাআ
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের মুক্তিকে সামনে রেখে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরব ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।সুমন মুখার্জি পরিচালিত এই ছবিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।আলোচনায় অংশগ্রহণ করেন ছবির পরিচালক সুমন মুখার্জি, অভিনেত্রী জয়া আহসান ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।ছবির নির্মাতা সুমন মুখার্জি বলেন, “উপন্যাসে ‘শরীর, শরীর, শরীর—তোমার মন নেই কুসুম’ এই সংলাপটি ঘিরে বহু আলোচনা হয়েছে। এটি শশীর কথা, না মানিকের নিজস্ব ভাবনা—সেটা উপন্যাসে পরিষ্কার না হলেও, আমাদের চিত্রনাট্যে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”সভায় কুসুমের চরিত্রে নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান বলেন, “বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে উপস্থাপন করা হয়। অথচ কুসুম নিজেও একজন স্বকীয় ব্যক্তিত্ব যার নিজস্ব চাহিদা ও অনুভূতি রয়েছে, যা সে লুকায় না। কুসুম আসলে একটি খোলা বইয়ের মতো।”তিনি আরও বলেন, “কুসুমের মন, শরীর ও আত্মা একসঙ্গে কাজ করে। এখানেই সে শশীর চেয়ে আলাদা। কুসুম এমন একজন নারী, যে শশীর মতো পুরুষ চরিত্রকেও চ্যালেঞ্জ করতে পারে।”জয়ার ভাষায়, “আমাদের সমাজে নারীদের একটি 'লক্ষ্মণরেখা' দিয়ে ঘিরে রাখা হয়, কিন্তু কুসুম সেই রেখার বাইরের মানুষ। তার মধ্যে কোনো জড়তা নেই। সে সতেজ, স্বাধীনচেতা। এ কারণেই কুসুম এত আধুনিক। এমনকি আমি নিজেও তার মতো হতে পারব না।”গ্রামবাংলার বাউলদের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন,“বাউলরা যেমন দেহ, মন ও আত্মাকে একাকার করে দেখে, তেমনি কুসুমও নিজের অস্তিত্বকে একত্রে ধারণ করে। সে যা ভাঙে, তা-ই হয় নতুন করে গড়ার সূচনা।”চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যেখানে দর্শকরা দেখতে পাবেন সাহসী, স্বাধীনচেতা এক নারীর ভিন্ন মাত্রার উপস্থাপনা।ভোরের আকাশ//হ.র
বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রায়ই তার স্পষ্টভাষী মন্তব্য এবং সমসাময়িকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে থাকেন। তবে এবার প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খানের মতো জনপ্রিয় অভিনেত্রীদের ছাড়িয়ে কঙ্গনাকে "সেরা অভিনেত্রী" হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।সম্প্রতি তার নতুন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’–এর প্রচারে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে পবন কল্যাণ কঙ্গনার প্রশংসায় ভাসান। তিনি বলেন, “কঙ্গনা একজন শক্তিশালী ও পরিপক্ব অভিনেত্রী। প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও তিনি এগিয়ে।”এই মন্তব্যের পর কঙ্গনা রানাওয়াত চুপ থাকেননি। তিনি তাৎক্ষণিকভাবে পবন কল্যাণের ওই বক্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং হাতজোড় ও ভালোবাসার ইমোজি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাৎকারে পবন কল্যাণ আরও জানান, তিনি ভবিষ্যতে কঙ্গনা বা কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে আগ্রহী।প্রিয়াঙ্কা ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি নির্দ্বিধায় কঙ্গনার পক্ষেই রায় দেন।তবে কঙ্গনা বনাম কারিনা— এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন পবন কল্যাণ। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, “‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখে আমি মুগ্ধ। এমন শক্তিশালী পারফরম্যান্স দেখার পর একজন পরিণত অভিনেত্রীকেই প্রাধান্য দেওয়া উচিত।”‘ইমার্জেন্সি’ ছবির মাধ্যমে কঙ্গনা শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর তারই মধ্যে এমন প্রশংসা কঙ্গনার অভিনয় দক্ষতার স্বীকৃতিকে আরও পোক্ত করল।ভোরের আকাশ//হ.র
অবশেষে সকল প্রতীক্ষার পালা শেষ করে সিনেমাটির ট্রেলারের দিনক্ষণ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেলারের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি নতুন তারকাবহুল পোস্টার। সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং অন্যান্য তারকাদের।সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। ট্রেলার আসবে ২ আগস্ট। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’ছবির ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত নিজে উপস্থিত থাকবেন এবং বক্তব্যও রাখবেন।লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত। তিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে। তারকাবহুল সিনেমাটিতে থালাইভার সঙ্গে আরও দেখা যাবে নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেককেই।এছাড়া ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে।ভোরের আকাশ/জাআ