বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৪:০৪ এএম
মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নগরবাউল জেমস
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার লক্ষ্যে তার একটি কনসার্টের আয় থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেমস, পেনসিলভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ২৫ জুলাই ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্যে ব্যয় করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’
এদিকে, দুর্ঘটনার পর জেমস তার ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ করেছেন।’
গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী ছিলেন।
ভোরের আকাশ//হ.র