মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নগরবাউল জেমস
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার লক্ষ্যে তার একটি কনসার্টের আয় থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেমস, পেনসিলভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ২৫ জুলাই ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্যে ব্যয় করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’
এদিকে, দুর্ঘটনার পর জেমস তার ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ করেছেন।’
গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী ছিলেন।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যু নিয়ে গোটা দেশ শোকের নিমগ্ন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা বিরল। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা ৩১ এবং আহত শতাধিক, যাদের অধিকাংশই শিশু।এই দুঃখজনক পরিবেশের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তি থামছে না। ‘অনলাইন ট্রায়াল’ নামে পরিচিত এই মনগড়া অভিযোগ ও বিচার একাডেমিক পরিবেশ ও পরিবারগুলোর জন্য নতুন এক বিপর্যয় সৃষ্টি করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অনেক মানুষ।এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব। নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটি মাত্র ঘটনা জীবন বদলে দিতে পারে।”তিনি আরও বলেন, “আজকের দিনে যখন একটি ভুল মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রত্যেকে বিচারক হয়ে যায়, তখন একজনের পক্ষে আগের মতো জীবন যাপন করা সম্ভব হয় না।”নুসরাত ফারিয়া অনলাইন ট্রায়ালের নির্মমতার দিকে ইঙ্গিত করে বলেন, “এটি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”গত সোমবার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত প্রশিক্ষণ জেটের ঘটনাটি দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে নথিভূক্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই দুঃখজনক ঘটনায় পুরো জাতি শোকাহত হলেও, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া গুজব ও অবান্তর সমালোচনা পরিস্থিতিকে আরও সংকটময় করছে বলে মনে করা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের একবার একসঙ্গে আলোচনায় চলে এলেন এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের শেষ ছবি ‘ধূমকেতু’। ছবিটির প্রচারকে কেন্দ্র করেই তাদের মধ্যে নতুন করে প্রশংসা ও স্নেহের ভাষণ শোনা গেছে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেব বলেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশাপাশি দাঁড়িয়ে কী বলব জানি না। তবে আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই, আর আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একজন মেয়ের মতো সংসার, সন্তান এবং ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব সহজ কাজ নয়, সেটা আমি সত্যিই প্রশংসা করি।”এর জবাবে শুভশ্রী বলেছেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। কিন্তু এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় ব্যাপার। দেব আমার পরিশ্রমকে চোখে পড়েছে বলে তাকে ধন্যবাদ জানাই। আমিও বলতে চাই, দেবও খুব ভালো কাজ করছে।”উল্লেখ্য, দেব ও শুভশ্রীর প্রেম অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার পরিচালনা করছেন। অন্যদিকে, দেব অভিনেতা হিসেবে কর্মরত থাকাসহ সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।এই প্রশংসা বিনিময় তাদের প্রাক্তন সম্পর্কের স্নিগ্ধতা ফুটিয়ে তুলেছে এবং ‘ধূমকেতু’ মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।ভোরের আকাশ//হ.র
অস্কারের মঞ্চে চমকে দেয়া সেই ঘটনা এখনো তাড়া করে বেড়াচ্ছে হলিউড তারকা উইল স্মিথকে। ২০২২ সালের মার্চে ক্রিস রককে চড় মারার পর থেকে শুধু ক্যারিয়ার নয়, অর্থনৈতিক অবস্থাতেও নেমে এসেছে বড় ধাক্কা। সর্বশেষ খবর, দৈনন্দিন বিল মেটাতে এখন সম্পত্তি বিক্রি করতে হচ্ছে তাকে।ইয়নের প্রতিবেদনে বলা হয়, উইল স্মিথ এবং তার স্ত্রী অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ সম্প্রতি বেশ কিছু সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, স্মিথ ৫ বেডরুমের একটি মেরিল্যান্ডের বাড়ি মাত্র ৭ লাখ ৯৫ হাজার ডলারে বিক্রি করেছেন।এ ছাড়া বছর শুরুর দিকে ২ মিলিয়ন ডলারে উডল্যান্ড হিলসের আরও একটি বাড়িও বিক্রির তালিকায় রেখেছিলেন। বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে গিয়ে বিশাল অঙ্কের মাসিক খরচ সামলানো এখন স্মিথ দম্পতির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা খুব বেশিদিন আর এই জীবন চালিয়ে যেতে পারবেন না। অন্যদিকে, উইল ও জাডার দাম্পত্য জীবনও খুব একটা মসৃণ নয়। তারা বর্তমানে আলাদা বাড়িতে থাকেন এবং উভয় বাড়ির খরচই উইলকেই বহন করতে হচ্ছে। তাদের সম্পর্কে ভাঙনের সুর শোনা যাচ্ছে।অস্কারের সেই ‘চড় কাণ্ডে’ এক দশকের জন্য অ্যাকাডেমি অনুষ্ঠান থেকে নিষিদ্ধ হন উইল স্মিথ। যদিও তার সর্বশেষ সিনেমা ‘ব্যাড বয়েস: রাইড ওর ডাই’ বিশ্বব্যাপী ৪০৪ মিলিয়ন ডলার আয় করেছিল, তবুও সেটি তার আর্থিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি।ভোরের আকাশ/এসএইচ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার লক্ষ্যে তার একটি কনসার্টের আয় থেকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জেমস, পেনসিলভানিয়ার দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে ২৫ জুলাই ‘নগরবাউল জেমস: লাইভ ইন ফিলি’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সাহায্যে ব্যয় করা হবে।আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে।’এদিকে, দুর্ঘটনার পর জেমস তার ফেসবুক পেজে শোক প্রকাশ করে লিখেছিলেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ করেছেন।’গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী ছিলেন।ভোরের আকাশ//হ.র