বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ০২:২২ এএম
শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে তাসনিয়া ফারিণ
চট্টগ্রামের ফয়’স লেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে।
সোমবার (২১ আগস্ট) শিখো–প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানে ফারিণের সঙ্গে মঞ্চে ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, এবং অভিনেত্রী সাবিলা নূর ও তানজিম সাইয়ারা তটিনী। তারা শিক্ষার্থীদের সঙ্গে গান ও নাচে অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। ফারিণ নিজেও নিজের কণ্ঠে জনপ্রিয় গান ‘রঙে রঙে রঙিন হবো’ পরিবেশন করেন।
যদিও অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীরা পরিবেশনা উপভোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে শুরু হয় ফারিণের পোশাকের সমালোচনা। কেউ লিখেছেন, “ছোট শিক্ষার্থীর অনুষ্ঠানে এ ধরনের পোশাক ঠিক হয়নি।” আবার কেউ মন্তব্য করেছেন, “তটিনী ও সাবিলার পোশাক সুন্দর, কিন্তু ফারিণের ড্রেস বেমানান।” কটাক্ষ করে মন্তব্য করেছেন, “সামান্য ড্রেসিং সেন্সও নেই।”
এদিকে, অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং তারকাদের উপস্থিতি অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে তোলা প্রশ্ন এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভোরের আকাশ//হ.র