বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৫:১৪ এএম
‘তাণ্ডব’ প্রদর্শনীতে বাধা, মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনীতে বাধা দিয়েছে ‘তৌহিদী জনতা’ ব্যানারে একটি স্থানীয় গোষ্ঠী। এ ঘটনায় সামাজিকমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। অনেকেই এমন বাধাকে শিল্প-সংস্কৃতির ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
ঘটনার পরপরই সিনেমাটির নির্মাতা আশফাক নিপুন নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতীতে “তাণ্ডব” সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ—আর প্রধান উপদেষ্টা আপনি এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারেও তেমন কঠোর অবস্থান কবে আসবে আপনার কাছ থেকে?’’
তিনি আরও লেখেন, ‘‘অবিলম্বে কালিহাতীতে “তাণ্ডব” প্রদর্শনের ব্যবস্থা করুন। যে কোনো পর্যটন কেন্দ্র বা পাবলিক প্লেসকে নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ করুন। এবং সবার আগে জনতার নামে এই মবের উল্লম্ফন বন্ধ করুন। গত ১০ মাসে এটি না করতে পারার পর আগামী ১০ মাসের প্রধান কাজ হওয়া উচিত সেটি।’’
এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া এলাকায় পর্যটকদের বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ‘ভুল স্বীকার’ করেছেন বলে জানায় পুলিশ। তবে কালিহাতীতে ‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধ নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরিপ্রেক্ষিতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, ‘‘দেশে চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ নয়। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হবে।’’
ভোরের আকাশ।।হ.র