‘জুলাই’ নিয়ে গান বানাচ্ছেন তাশরীফ খান
ছাত্র-জনতার ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে গান বানাচ্ছেন সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী তাশরীফ খান। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নতুন এই গান তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।
তাশরীফ লিখেছেন, “জুলাই নিয়ে গান বানাচ্ছি— যে গানের লিরিক্স লিখবেন আপনারা।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “জুলাই নিয়ে আপনার স্লোগান, মতামত বা অনুভূতি যেটাই হোক— এক শব্দ, এক লাইন বা কয়েক লাইনে— কমেন্টে লিখে ফেলুন। আমি আপনাদের লেখা থেকে শব্দ বা লাইন বেছে নিয়ে গানটি তৈরি করব। যার লেখা থেকে যেটা নেওয়া হবে, তা গানের ভিডিওতে উল্লেখ করা হবে।”
তাশরীফ জানান, গানটির নাম হবে ‘জুলাই’, এবং এতে ‘বাংলাদেশ’ শব্দটি বিশেষ গুরুত্ব পাবে।
এই গানটি মূলত ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে যে আন্দোলন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে, সেই আন্দোলনকেই উপজীব্য করা হচ্ছে এই গানে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনতার সম্মিলিত আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন চলাকালীন রাষ্ট্রীয় দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত রূপ নেয় এক গণঅভ্যুত্থানে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
সন্তান দত্তক নিতে ইচ্ছে প্রকাশ করলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজেই এই তথ্য জানালেন তিনি।বর্তমানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে কলকাতায় ব্যস্ত তিনি। সেখানে সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয় বরং দত্তক নিয়ে।জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।জয়া আহসানের কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শএ দিয়েছেন জয়া আহসান। এ বিষয়ে তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলো একটি পরিবার পেয়ে যাবে।ইতোমধ্যেই ‘ডিয়ার মা’ সিনেমার ঝলক প্রকাশ্যে এসেছে। এতে জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে। অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।উল্লেখ্য, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।ভোরের আকাশ/আজাসা
ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার ইতিহাস গড়তে যাচ্ছেন হলিউডে। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’–এর তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়ে দীপিকা成为 প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই সম্মানজনক স্বীকৃতির জন্য মনোনীত হলেন।এই তথ্য নিশ্চিত করেছে হলিউড চেম্বার অফ কমার্স, যারা প্রতিবছর বিশ্বজুড়ে বিনোদন জগতের অনন্য অবদান রাখা ব্যক্তিদের নাম ঘোষণা করে।দীপিকার এই স্বীকৃতির পেছনে রয়েছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া। হলিউড ওয়াক অফ ফেমের নিয়ম অনুযায়ী, যে কেউ তার প্রিয় তারকাকে এই তালিকার জন্য মনোনীত করতে পারেন— তা হতে পারে কোনো অনুরাগী, অথবা তারকার নিজস্ব প্রতিনিধি দলও। তবে মনোনয়নের পর তারকাকে অবশ্যই এই মনোনয়ন অনুমোদন করতে হয়। সম্মতি না থাকলে মনোনয়ন গ্রহণ করা হয় না।এছাড়া, তারকার নাম ওয়াক অফ ফেমে স্থায়ীভাবে বসাতে নির্দিষ্ট পরিমাণ খরচ হয়, যার একটি বড় অংশ ব্যয় হয় তারকা স্থাপন ও রক্ষণাবেক্ষণে। আনুমানিক ব্যয় ধরা হয় প্রায় ৭৩ লাখ রুপি। এ ছাড়া মনোনয়ন প্রক্রিয়ার জন্যও খরচ হয় প্রায় ২৩,৫০০ রুপি। দীপিকার মনোনয়ন সংক্রান্ত ব্যয় কে বহন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।বিশ্বের বহু নামকরা তারকা যেমন এমিলি ব্লান্ট, মাইলি সাইরাস বা গর্ডন রামসে, এই তালিকায় নাম লেখানোর স্বপ্ন দেখেন। সেখানে দীপিকার নাম উঠে আসা নিঃসন্দেহে একটি বড় অর্জন, যা নিয়ে দীপিকার ভক্তরা দারুণ উচ্ছ্বসিত।বলিউড থেকে হলিউড পর্যন্ত দীপিকার দীর্ঘ পথচলায় এটি একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।ভোরের আকাশ//হ.র
ছাত্র-জনতার ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে গান বানাচ্ছেন সংগীতশিল্পী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী তাশরীফ খান। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নতুন এই গান তৈরির ঘোষণা দিয়েছেন তিনি।তাশরীফ লিখেছেন, “জুলাই নিয়ে গান বানাচ্ছি— যে গানের লিরিক্স লিখবেন আপনারা।”পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “জুলাই নিয়ে আপনার স্লোগান, মতামত বা অনুভূতি যেটাই হোক— এক শব্দ, এক লাইন বা কয়েক লাইনে— কমেন্টে লিখে ফেলুন। আমি আপনাদের লেখা থেকে শব্দ বা লাইন বেছে নিয়ে গানটি তৈরি করব। যার লেখা থেকে যেটা নেওয়া হবে, তা গানের ভিডিওতে উল্লেখ করা হবে।”তাশরীফ জানান, গানটির নাম হবে ‘জুলাই’, এবং এতে ‘বাংলাদেশ’ শব্দটি বিশেষ গুরুত্ব পাবে।এই গানটি মূলত ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে যে আন্দোলন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে, সেই আন্দোলনকেই উপজীব্য করা হচ্ছে এই গানে।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনতার সম্মিলিত আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন চলাকালীন রাষ্ট্রীয় দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত রূপ নেয় এক গণঅভ্যুত্থানে।ভোরের আকাশ//হ.র
নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-তে শাকিব খানকে দেখা যেতে পারে কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায়। সিনেমাটি নির্মাণ করছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি এবারই প্রথম বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, স্ক্রিপ্ট পাঠ, পারিশ্রমিক নির্ধারণসহ অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে সমঝোতা হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন। নব্বইয়ের দশকের ঢাকায় সংঘটিত বাস্তব কিছু অপরাধ ও গ্যাং কালচারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে গল্পটি। এতে ফুটে উঠবে কালো টাকা, গ্যাং রাজনীতি, প্রভাবশালী মাফিয়া এবং শহরের অপরাধজগতের অন্ধকার দিক। এসব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক আলোচিত সন্ত্রাসী চরিত্র।প্রথম দিকে সিনেমার প্রধান চরিত্রে শরিফুল রাজ কিংবা মোশাররফ করিমের অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও নির্মাতা সে সময় বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি। তবে এবার প্রজেক্টে শাকিব খানের যুক্ত হওয়ার খবরে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী সময় ও প্রস্তুতি নিয়েই শাকিব খানকে যুক্ত করা হয়েছে এই প্রজেক্টে।অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিমও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে। তবে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনও ঘোষণা করা হয়নি।সিনেমাটি মুক্তির আগেই ঢালিউডে বড় বাজেট ও আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জন্য সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।ভোরের আকাশ//হ.র