গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম রাহাদ মোল্যা, সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের আসলাম মোল্যার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাহাদ দুপুরের খাওয়া শেষে বাইরে বের হয়। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসতে দেখা যায়।কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহাদ বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় রাহাদকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে রাহাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বুধবার রাত ৯টার দিকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ভোরের আকাশ/মো.আ.
১৪ আগস্ট ২০২৫ ১২:০৩ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল শিল্পী ‘গামছা ডালিমের’ মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল শিল্পী গামছা ডালিমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের সময় বৈদ্যুতিক শক্ সার্কিটে তার মৃত্যু হয়।তার পুরো নাম তরিকুল ইসলাম ডালিম। সংগীতাঙ্গনে তাকে সবাই চেনে গামছা বাউল ডালিম নামে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ডালিম।আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে ইয়েস কার্ড পেয়ে আলোচনায় এসেছিলেন এই শিল্পী। ডালিম গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন। সেখানে তিনি মাস্টারলে কাজ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করছিলেন তিনি। এসময় বৈদ্যুতিক শক্ সার্কিটের কারণে মারাত্মকভাবে আহত হয় ডালিম। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা সেখান থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।নিহতে চাচা সাইদুর রহমান জানান, ডালিম বরেন্দ্র অফিসের একজন ইলেকট্রিশিয়ান। গভীর নলকূপ ডিপ টিউবওয়েলে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। খবর পেয়ে সে সমস্য সমাধানের জন্য সেখানে যান। এরপর সেই ডিপের ছাদের উপরে লোহার মই দিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায় সেই মইটি। এসময় সে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডালিমের স্ত্রী ও ছোট দুইটি মেয়ে সন্তান রয়েছে।এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ডালিম নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’প্রতিবেশি রঞ্জু বলেন, ‘নিহত ডালিম, বাউল গামছা ডালিম নামে পরিচিত। সে ছোট বেলা থেকেই গান-বাজনা নিয়ে থাকতেন। দেশে অনেক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। বেসরকারি বেশ কয়েকটি টিভি চ্যানেলেও গান করেছেন তিনি। আরটিভি রিলেটি শো বাংলার গায়েন প্রতিযোগিতায় সে ৩০তম স্থান অধিকার করেছিলেন। ডালিম গানের পাশাপাশি গত ১০ বছর থেকে দুর্গাপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন অফিসের মাস্টারোলে সহকারী ইলেকট্রিশিয়ানে চাকরি করে আসছেন। সে মানুষের কাছে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বেশি পরিচিত ছিলেন।’এদিকে এমন ঘটনায় শিল্পী সমাজ ও উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ/মো.আ.
০৮ আগস্ট ২০২৫ ১০:৫৮ এএম
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলো, আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বাহির হন। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ী থেকে ২০০ গজ দুরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
২৮ জুলাই ২০২৫ ১০:৫৫ পিএম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১২ জনই ঢাকার বাইরের।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৮ জন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন, যার মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ ও আট হাজার ২৪৩ জন নারী।ভোরের আকাশ/জাআ
২৮ জুলাই ২০২৫ ০৬:১৪ পিএম
দগ্ধ শিক্ষার্থী আয়মানও চলে গেলেন, মৃত্যু বেড়ে ৩২
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আয়মান (১০) মারা গেছে।শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান আয়মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আয়মানের শ্বাসনালীসহ শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৪ জনের মৃত্যু হলো।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন আয়মানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অন্তত ৫০ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের বেশিরভাগই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী।এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে মারা যায় শিশু মাহতাব রহমান ভূঁইয়া (১৪)। এর আড়াই ঘণ্টার ব্যবধানে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহিয়া তাসনিম ওরফে মায়া (১৫)।উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা তালিকা থেকে দেখা যায়, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩১।এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।ভোরের আকাশ/জাআ
২৫ জুলাই ২০২৫ ১২:১৮ পিএম
মানিকগঞ্জ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, ‘বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’ওসি জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন তিনি। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।ভোরের আকাশ/জাআ
২৩ জুলাই ২০২৫ ০৫:১৩ পিএম
সাটুরিয়ায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের ছোবলে স্বপ্না আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের খলিশা ডহুরা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত স্বপ্না আক্তার ওই গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। স্বপ্নার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্বপ্নার শ্বাশুড়ি আসমানী বেগম জানান, সকালবেলা রান্না শেষে স্বপ্না ঘষি আনতে রান্নাঘরের পাশে রাখা মাচায় ওঠেন। ঘষি নিতে গিয়ে হঠাৎ একটি সাপ তাঁর হাতে ছোবল দেয়। ছোবল খেয়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁর হাতের কনুইয়ের ওপর দড়ি বেঁধে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।বরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী বলেন, “সকালেই মৃত্যুর খবর পেয়েছি। পরে পরিবার মাচা থেকে সাপটি খুঁজে পিটিয়ে মেরে ফেলে। তবে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়নি।”সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”নিহত স্বপ্নার ছেলে সৌরভের বয়স ১২ বছর এবং মেয়ে সুমাইয়ার বয়স ১৪ বছর বলে জানা গেছে।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৪:৫০ পিএম
কুড়িগ্রামে ‘ছ’ মিলের করাতে কাটা পরে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পরে শুকুর আলী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের 'ছ' মিলে এ দুঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ‘ছ’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবসত করাতে কাটা পরে শুকুর আলীর গুরুত্ব আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী ‘ছ’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের ‘ছ’ মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ১০:৪৩ পিএম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরের পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন দর্জির (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে ও জাকির হোসেন দর্জি আক্তা পাড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র। নিহত হারুনুর রশিদ ও জাকির হোসেন সিমলা পাড়া বাজারে ব্যবসা করতেন।স্থানীয় মাসুদ রানা জানান, হারুন ও জাকির মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। জাকির কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, সড়ক দূর্ঘটনায় আহত দুইজনই মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক পিকআপ আটক করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ০৫:২৯ পিএম
পাথরঘাটায় ডেঙ্গুতে উপজেলা চেয়ারম্যানের সহকারীর মৃত্যু
বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজুম মুনিরা (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক জুয়েলের দাপ্তরিক সহকারী (সিএ-২) হিসেবে কর্মরত ছিলেন।শনিবার (২৮ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মৃত্যুবরণ করেন। এক সপ্তাহের ব্যবধানে পাথরঘাটায় ডেঙ্গুতে প্রাণ হারালেন দুই নারী।নিহত সিরাজুম মুনিরা উপজেলার ৩ নম্বর চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের বাসিন্দা।পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। ডেঙ্গু শনাক্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা শুরু করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়।এর আগে গত ২৪ জুন কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের গৃহবধূ সাধনা রানী (৩৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্কুলপড়ুয়া ছেলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত তিন দিনে এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে বরগুনা জেলাকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। যদি এখনই কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয়, তবে পাথরঘাটাও যে কোনো সময় সেই তালিকায় যুক্ত হতে পারে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা হলেও চিকিৎসক ও জনবল সংকট প্রকট। ২৭টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন চিকিৎসক, যিনি একজন দন্ত চিকিৎসক (ডেন্টিস্ট)। এই সীমাবদ্ধতার কারণে বেশিরভাগ রোগীকেই বরিশালে রেফার করা হচ্ছে।স্থানীয়রা বলছেন, মশক নিধন কর্মসূচি ও প্রচার প্রচারণা থাকলেও চিকিৎসা ব্যবস্থার এমন দৈন্যদশায় মানুষ বাড়িতে বসেই ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছে। জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, ওষুধ সরবরাহ, ফগিং কার্যক্রম জোরদার ও জনগণকে সচেতন করতে মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা চালানোর দাবি উঠেছে।ডেঙ্গুতে দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের প্রশ্ন, আর কত প্রাণ গেলে নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?ভোরের আকাশ/জাআ
২৮ জুন ২০২৫ ০২:৩৭ পিএম
তথ্য কমিশনের সচিব মো. রকিবুল বারীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, হাওলাদার মো. রকিবুল বারী একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। চাকরিতে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।তথ্য কমিশনের সচিব হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে আরও শোকপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।উল্লেখ্য, হাওলাদার মো. রকিবুল বারী শুক্রবার (২৭শে জুন) দিবাগত রাত ১২টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে খুলনায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।ভোরের আকাশ/জাআ