ছবি: ভোরের আকাশ
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় জমিয়াতুল মোদার্রেছীনের নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।
জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ হুমায়ূন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের জামায়াত ইসলামির এমপি প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ শাজাহান, অধ্যক্ষ ওমর ফারুক এবং জমিয়াতের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, চরফ্যাশন উপজেলায় ইতোমধ্যে অবসর, মৃত্যু, দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রায় ৩০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীকে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে জমিয়াতুল মোদার্রেছীন।
এছাড়া সংগঠনটি সরকারি দিবস উদযাপন, রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন, বাৎসরিক সভা ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “আমি বিগত ৫ বছর ধরে জমিয়াতের সাথে কাজ করছি। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যপুস্তক থেকে আপত্তিকর ছবি-গল্প প্রত্যাহার এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। সকলের সহযোগিতায় আজ আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছি, যার সুফল এখন শিক্ষকদের কল্যাণে ব্যবহার করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই পূণর্জাগরণ উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী উপজেলার ধাপেরহাট শাহ্ আজগর আলী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সাদুল্লাপুর উপজেলার শাখা এ কর্মসূচির আয়োজন করে। এসময় বিনা মূল্যে ঔষধ সরবারহ, রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজুমল হাসান সোহাগ।দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় ও দূরদুরান্ত থেকে আসা প্রায় ৫০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদান করেন ১০ জন এবং রক্তের গ্রুপ নির্ণয় করে প্রায় ৩০০জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।এতে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. সুমন, ডা. লিমন. ডা. আকাশ ও ডা. নুরুন্নবী। কর্মসূচি পরিদর্শন করেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহিনুল ইসলাম মন্ডল।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা মাসিক সাধারণ সভা শেষে পরিষদ চত্তর থেকে তাকে গ্রেপ্তার করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে তাকে সাঘাটা থানায় নেওয়া হয়।গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের আমদিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
বাগেরহাটের ১টি আসন হ্রাস করার প্রতিবাদ এবং পূর্বের ৪টি আসন পুনর্বহাল করার দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। বাগেরহাটের চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণ আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় নির্দিষ্ট দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়।এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন গাজী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ।আরও উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী গাউসুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলীসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী। ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চিতলমারী উপজেলা শাখার আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অনন্য সংগঠক কমরেড রতন সেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় চিতলমারী উপজেলার নিজস্ব কার্যালয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।কমরেড রতন সেন ছিলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রীটিশবিরোধী আন্দোলনের অন্যতম অকৃতদার বিপ্লবী, কিংবদন্তী কৃষক নেতা, উপমহাদেশের বিশিষ্ট মার্কসবাদী চিন্তক ও লেখক, দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ডাঃ সেকেন্ডারী আলী খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, কন্ট্রোল কমিশনার সদস্য কাজী সোহরাব হোসেন, বাগেরহাট জেলা কমিটির সদস্য সুকুমার বিশ্বাস, সিপিবি চিতলমারী উপজেলা সদস্য জয়ন্ত মন্ডল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিতলমারী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পংকজ কুমার রায়।ভোরের আকাশ/জাআ