দেশের সব ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেবে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয় হিসেবে থাকবে কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ (একত্রে), আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান (একত্রে)। প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে। মোট নম্বর হবে ৫০০।শুধু বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় ও সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রতিটি মাদরাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নিতে পারবে। এ বিষয়ে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বোর্ড থেকে শিগগিরই প্রকাশ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।ভোরের আকাশ/তাকা
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) দুপুরে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় জমিয়াতুল মোদার্রেছীনের নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ হুমায়ূন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের জামায়াত ইসলামির এমপি প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ শাজাহান, অধ্যক্ষ ওমর ফারুক এবং জমিয়াতের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনসহ আরও অনেকে।অনুষ্ঠানে জানানো হয়, চরফ্যাশন উপজেলায় ইতোমধ্যে অবসর, মৃত্যু, দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রায় ৩০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীকে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে জমিয়াতুল মোদার্রেছীন।এছাড়া সংগঠনটি সরকারি দিবস উদযাপন, রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন, বাৎসরিক সভা ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “আমি বিগত ৫ বছর ধরে জমিয়াতের সাথে কাজ করছি। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যপুস্তক থেকে আপত্তিকর ছবি-গল্প প্রত্যাহার এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। সকলের সহযোগিতায় আজ আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছি, যার সুফল এখন শিক্ষকদের কল্যাণে ব্যবহার করা সম্ভব হচ্ছে।”তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”ভোরের আকাশ/জাআ
৩০ জুলাই ২০২৫ ০৮:১৯ পিএম
২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিশু শিক্ষার্থীকে
লক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)।বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার বেত্রাঘাত করা হয়।ভিডিওতে দেখা যায়, চেয়ারে এক পা তুলে বেত হাতে ক্রমাগত শিশু শিক্ষার্থীকে পিটিয়ে চলেছেন এক শিক্ষক। তিনি শিশুটিকে পেটাতে পেটাতেই কান ধরে ওঠ-বস করতে বলেন। এরপরও নিস্তার মেলেনি। যখন শিশুটি কান ধরে ওঠ-বস করছিল, তখনো তিনি তাকে পেটাচ্ছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের আলীপুর নুরানী মাদ্রাসার। শিশুটি সেখানে হিফজ বিভাগে পড়ে। বয়স মাত্র আট বছর। পিটুনির এই ভিডিও ছড়ানোর পর অনেকেই অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ‘ভিডিওতে যেভাবে বেত্রাঘাত করতে দেখেছি, তা অমানবিক। ওই শিক্ষক চরম অন্যায় করেছেন। ঘটনাটি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’এর আগে গত মঙ্গলবার জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুটিকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ এনে তার পরিবার থানায় মামলা করেছে। ওই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ