সংগৃহীত ছবি
মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাপস সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) রাতে জেলা শহরের রিজার্ভ ট্যাংক এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাপস সাহাকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তাপস সাহা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আগে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ.এম.এম কামাল উদ্দিন বলেছেন, “দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজন করা জরুরি। এতে জনগণ নিরাপদে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”রোববার (১৯ জুলাই) রাতে চরফ্যাশন পৌর সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে চরফ্যাশন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন করেছি এবং দেশের বিভিন্ন সামাজিক ও নৈতিক সংকট নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস, চরফ্যাশন ও মনপুরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই পরিবর্তন হতে হবে নৈতিকতা, জবাবদিহিতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব মূলনীতিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। আমরা ক্ষমতার লোভে নয়, বরং আদর্শিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই।”অধ্যাপক কামাল উদ্দিন আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চরফ্যাশন-মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তত্ত্বাবধানে মাঠে থাকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। এই যাত্রায় গণমাধ্যমের সঠিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সাংবাদিকদের উদ্দেশে সঠিক তথ্য পরিবেশন এবং ইতিবাচক সহযোগিতার আহ্বান জানান।ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য ও ভোলা জেলা দক্ষিণ শাখার উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন ভোলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুব, ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারী মাওলানা মাকসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম সিকদার, ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদসহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বাংলাদেশে জীবন-যাপনে উপযোগী তাপমাত্রা রক্ষার্থে কিছু কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বৃক্ষরোপনের নিদের্শনা দিয়েছেন।তারেক রহমানের নিদের্শনা মতে নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে যাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান । সামাজিক সংগঠন বৃক্ষ উৎসর্গ এই কাজে সহযোগিতা করছেন।সোমবার (২১ জুলাই) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।এদিন বিদ্যালয় মাঠে ও রাস্তার দু’পাশে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা লাগান তারা। গাছে প্রয়োজনীয় খুটি লাগানো হয়। এছাড়াও গাছে পানি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বৃক্ষরোপনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। খাস মহল লতিফ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, রাষ্ট্র অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কোমলমতি শিক্ষার্থীরা। লেখাপড়ার পাশাপাশি বৃক্ষরোপনের কর্মসূচি হিসেবে কাজ করছে শিক্ষার্থীরা।কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন, উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মন্দির ও রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ চলমান রয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যন্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।সোমবার (২১ জুলাই) উপজেলা হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশকিুর রহমান।বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা চক্রবর্ত্তী। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যেভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, তা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের নাজিরপুরের কৃষকদের বিষমুক্ত কৃষি সবজি উৎপাদনে কেঁচো সার ব্যবহার করার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে উপজেলার জনসাধারণের বিষমুক্ত সবজির চাহিদা মিটিয়ে বাহিরের জেলাগুলোতে কৃষি সবজি রপ্তানি করা সম্ভব হবে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। উপজেলার কেঁচো সার উৎপাদনের উদ্যোক্তা বদরুল হায়দার বেপারী জানান, তার সকালের শুরুটা হয় খামারের কেঁচো এবং খামার পরিচর্যার মাধ্যমে। কাঁচা গোবর থেকে কেঁচোর মাধ্যমে তৈরি করেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। নিজে যেমন তৈরি করেন সার তেমনি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তিনি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের কৃষি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখেন। কেঁচো সার উৎপাদনের জন্য স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ কর্তৃক পুরস্কৃত করা হয় বদরুল হায়দারকে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪২৫ সহ ২০২০ সালের ২৭শে জুলাই কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুত্বত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা পেয়েছেন তিনি। জেলা কৃষি বিভাগ বলছে, মাটির স্বাস্থ্য রক্ষা এবং মাটির হারানো গুণাগুণ ফিরে পেতে ভার্মি কম্পোস্ট উল্লেখযোগ্য কাজ করে।সরকারি সহায়তায় কেঁচো সার ব্যবহারে দেশের কৃষিতে বিপ্লব ঘটতে পারে। নাজিরপুরে বর্তমানে বদরুল হায়দারের উৎসাহে একদিকে পরিত্যক্ত গোবর হয়ে উঠেছে মূল্যবান সম্পদে অপরদিকে বাড়ছে সাধারণ মানুষের কর্মসংস্থান ও বিষমুক্ত সবজি উৎপাদনের স্পৃহা। উপকারভোগী মঞ্জুরানী দাশ ও নিখিল নামের দুই গোবর বিক্রেতা বলেন, আগে গোবর ফেলে দিতাম। কিন্তু এখন সেই গোবর বিক্রি করে আমরা সংসারের অভাব আর ইচ্ছাগুলো পূরণ করি। নাজিরপুরের কলারদোয়নিয়া ইউনিয়নের কৃষক, পরিতোষ বেপারী জানান, আমি এ বছর ২ বিঘা জমিতে কৃষি সবজি লাউ, করল্লা, শসা, ঝিঙা, চিচিঙ্গা, কুমড়া, বরবটি চাষ করেছি। আগে এসব কৃষি সবজিতে রাসায়নিক সার ব্যবহার করতাম। এ বছর সকল সবজিতে কেঁচো সার ব্যবহার করেছি আগের তুলনায় ফলন ভালো হয়েছে।নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাতুন্নেছা এশা জানান, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। বর্তমান প্রচলিত জৈব সারের মধ্যে সবচেয়ে ভালো হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্নভাবে প্রদর্শনী দিয়ে থাকি। বর্তমানে আমাদের নাজিরপুরে প্রায় পাঁচশতাধিক কৃষক ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করছে। দিন দিন এর সংখ্যা বেড়ে চলছে। কৃষকেরা লাভবান হচ্ছে এবং ভার্মি কম্পোস্ট ব্যবহারও বাড়ছে।ভোরের আকাশ/জাআ