সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। চারজন আহত হয়েছে বলেও জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হাসপাতালে পাঠাচ্ছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিধ্বস্ত হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। চারজন আহত হয়েছে বলেও জানা গেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হাসপাতালে পাঠাচ্ছেন।ভোরের আকাশ/এসএইচ
নগরীর নিম্ন আয়ের বসতি এলাকায় কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে টিডিপি (নগর প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।রোববার (২০ জুলাই) ঢাকা মহানগরের আওতাধীন চারটি জোনের নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম ঢাকা মহানগরের বিভিন্ন বস্তি এলাকায় পাঁচটি কেন্দ্রে একযোগে পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ মিলিয়ে ৬৪ জন করে সর্বমোট ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।ছবি : ভোরের আকাশএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালকের দিকনির্দেশনায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো- সিটি পল্লী বস্তি (ধলপুর, যাত্রাবাড়ী), আদাবর ও চন্দ্রিমা বস্তি (মোহাম্মদপুর), কড়াইল বস্তি (গুলশান) এবং পোড়া বস্তি (মিরপুর-১১)।ছবি : ভোরের আকাশবিজ্ঞপ্তিতে বলা হয়, টিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য হলো নগরের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর যুবক ও যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি, এই প্রশিক্ষণ সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- কিশোর অপরাধ ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।ভোরের আকাশ/এসএইচ
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অনেক ভিডিও ফুটেজ এবং লেখালেখি পরীক্ষা-নিরীক্ষায় ভুয়া প্রমাণিত হয়েছে। এসব কর্মকাণ্ড দেশে অস্থিরতা সৃষ্টি ভূমিকা রাখছে বলে অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো সংক্রান্তে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিও দুটি অনেক পুরোনো। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে রোববারের ভিডিও বলে প্রচার করছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে এ রকম কোনো ঘটনা সংঘটিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। মানুষের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরোনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ করা হলো।ভোরের আকাশ/এসএইচ
হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসে এখন থেকে ‘র্যাপিড পাস’ কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করা যাবে।রোববার (২০ জুলাই) দুপুরে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টার-সংলগ্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।এর ফলে যাত্রীরা মেট্রোরেলের মতো চক্রাকার বাসেও র্যাপিড পাস ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন।এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ