ছবি: ভোরের আকাশ
পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন সোমবার (২১ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ জননী কুরিয়ার সার্ভিস নামক অফিসে যৌথ অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে।
পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুরের জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ করা হয়। অবৈধ পলিথিন পাওয়ায় ওই অফিসের ম্যানেজার খালিদ হাসানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৩০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করে ওই অফিসের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন সোমবার (২১ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ জননী কুরিয়ার সার্ভিস নামক অফিসে যৌথ অভিযান চালিয়ে ওই পলিথিন জব্দ ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে।পরিবেশ অধিদপ্তর পিরোজপুর জেলার সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিরোজপুরের জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ৩০০ কেজি পলিথিন উদ্ধারের পর তা জব্দ করা হয়। অবৈধ পলিথিন পাওয়ায় ওই অফিসের ম্যানেজার খালিদ হাসানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পিরোজপুর সদরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীন।ভোরের আকাশ/জাআ
জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা শ্রমিক দল।সোমবার (২১ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভার সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং দেশের গণতন্ত্রের পথিকৃৎ। তার ছবি অবমাননা করার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে, যা স্বাধীনতাকামী জনগণের জন্য চরম অবমাননাকর। একইসঙ্গে তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য ও কর্মকাণ্ড রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা কখনোই সহ্য করা হবে না। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।বিক্ষোভ ও সমাবেশে শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গেছে।সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে পূর্ব কালুডাঙ্গা গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়িতে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা।পরে খবর পেয়ে পুলিশ চারজনকে আটক করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, ওই গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল 'স্টার' সিগারেট। সেগুলো উলিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় বাজারজাত করা হয়।পরে খবর পেয়ে পুলিশ সিগারেট তৈরিকারক চারজনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগারেট তৈরির বিভিন্ন দ্রবাদি জব্দ করা হয়।আটককৃতরা হলেন, আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), নজিয়ার রহমান (৬০)। তাদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামে।কয়েক স্থানীয় বাসিন্দা জানান, এই বাড়িতে তেমন কেউ থাকে না। সারাক্ষণ বাড়ির গেট বন্ধ থাকে। তবে বেশ কিছুদিন ধরে বাড়িতে দুএকজন বহিরাগত লোক যাতায়াত করতো। বিষয়টি সন্দেহ হয়।উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামালসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
"দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এরই ধারাবাহিকতায় রবিবার (২০ জুলাই) বেলা ১২টায় শহরের পাকাপোল মোড়ের অর্ঘ্য প্লাজার ২য় তলায় ই- লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর আয়োজনে প্রতিষ্ঠানটির সভা কক্ষে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় দ্বিতীয় ব্যাচের ৫০ জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এই প্রশিক্ষণ প্রকল্প শুরু হয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ চলমান আছে।সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান দেশব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বিভাগীয় প্রধান মোঃ আবু হাসান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সাতক্ষীরা শাখার কো-অর্ডিনেটর আজিজুল হাকিম।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার এ উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু নিজে স্বাবলম্বী হবেন না, বরং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।অনুষ্ঠানে ২য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।এছাড়া, অংশগ্রহণকারীরা তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। শাখাটির শেষ হওয়া দুইটি ব্যাচের ৬০ শতাংশ প্রশিক্ষণার্থী ফ্রিলান্সিংয়ের আওতায় এসেছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে শত শত তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ে সফলতার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছেন।ভোরের আকাশ/জাআ