ছবি : ভোরের আকাশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), পিরোজপুর জেলা শাখা।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। তারেক রহমান আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তাকে নিয়ে কটুক্তি মানে গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ওপর আঘাত।”
মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর-বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা জাসাস এর আহবায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট খায়রুল বাসার শামীম, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তামান্না জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম শেখ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে এসব কটুক্তিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজের পর টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ছাত্রদল নেতা ফজলে রাব্বি, মো: আরিফ, কারিমুল্লাহ,বিজয়, ইকবাল হোসেন অবি, রাইয়ান,জুয়েল, সাদিম,ইমন, কায়েস, সাব্বির, জুবায়ের, অমিত,সিফাফ, নাফিও,মামুন, সানি,ইফতি ও ইউনুস প্রমুখ।দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ//হ.র
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) বিকেলে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতারা আশরাফ সেতুর সামনে এসে জড়ো হন। পরে একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ এ বিক্ষোভ মিছিল করা হয়।টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভেন্ডার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, যুবদল নেতা মশিউর রহমান,কর্মজীবি দলের নেতা আইয়ুব মিয়া, বিএনপি নেতা এডভোকেট শহিদুল ইসলাম, ফারুক গাজী, আলী বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।সমাবেশে বক্তৃতা বলেন, ৫ আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে যারা, তারা দেশ ও জনগণের শত্রু।তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও অন্তর্বর্তী সরকার উদাসীন ভূমিকা পালন করছে। বক্তারা এই ‘নীরবতা’র তীব্র প্রতিবাদ জানান।ভোরের আকাশ//হ.র
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং ) ভেঙে আব্দুল মমিন (৬৫) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তাকে চাপা দেয়। এ সময় নামাজের মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থেকে বের করলে ততক্ষনে তিনি মারা যান।স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। আজ (শনিবার) হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।ভোরের আকাশ//হ.র
বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়েছে পাথরঘাটা উপজেলার একটি ট্রলার। এতে প্রায় ২৬ লাখ টাকার ইলিশ মাছ লুটে নেওয়ার পাশাপাশি মারধরের শিকার হয়েছেন ১৭ জন জেলে।ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে, উপজেলার দক্ষিণ দিকে গভীর সমুদ্রে।স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এফবি রফিক’ নামের একটি ট্রলার গত সপ্তাহে সাগরে মাছ ধরতে যায়। কয়েকদিনের অভিযানে জেলেরা প্রায় দুই হাজারের বেশি বড় আকৃতির ইলিশ শিকার করেন। মাছগুলো বাজারে আনতে প্রস্তুতি নেওয়ার সময়েই রাতের অন্ধকারে অস্ত্রধারী একদল জলদস্যু ট্রলারে হানা দেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দস্যুরা চট্টগ্রামের একটি ট্রলারে করে এসে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা মাছসহ মোবাইল ফোন লুটে নেয় এবং প্রত্যেক জেলেকে বেধড়ক মারধর করে।আহত জেলেরা শনিবার সকালে খালি ট্রলার নিয়ে তীরে ফিরে আসেন এবং পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের একজন নেতা বলেন, “এটি নতুন কোনো ঘটনা নয়, তবে সম্প্রতি জলদস্যুদের দৌরাত্ম্য আবারও বাড়ছে।”এদিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় ট্রলারের মালিক থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ভোরের আকাশ//হ.র