সাভারে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ( ডিবি)। সাভার থানা এলাকায় সোমবার (৬ অক্টোবর) রাতে অভিযানটি পরিচালিত হয়।গ্রেপ্তার আসামিদের নাম মোঃ শাহাআলী (৪২), পিতা-মৃত আহসান হাবীব, মাতা-ফিরোজা বেগম, সাং-নতুন আমগাঠা, পোস্টঃ-খাসেরহাট, থানা-মুন্সিগঞ্জ সদর , জেলা-মুন্সিগঞ্জ, ( আনোয়ার এর বাড়ী ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ আতিক (৩৫), পিতা-কালু বেপারী, মাতা-ফিরোজা বেগম, সাং-রবীন্দ্রনগর, পোস্টঃ-মাদবপাশা, থানা বাবুগঞ্জ , জেলা বরিশাল।(শাহজাহান এর বাড়ির ভাড়াটিয়া)।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ডিবির একটি দল সাভার থানার পাকিজা মোড় সংলগ্ন এলাকায় ৬ অক্টোবর রাতে ১০ টার দিকে অভিযান চালিয়ে শাহআলি ও আতিককে গ্রেপ্তার করেছে। দুজনের বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তার শাহআলি ও আতিক ২জন পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
০৭ অক্টোবর ২০২৫ ০৯:৪০ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার রাত আড়াইটার দিকে ভারতীয় ৭,৮৩০ কেজি ফুচকা আটক করেন।আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। আটককৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সোমবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন আজমপুর বিওপি টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ৩৪ কেজি এবং স্কফ সিরাপ (মাদক) ১০২ বোতল উদ্ধার করেন। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ চোরাচালানি মালামালসহ কোনোরকম মাদকদ্রব্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টহল জোরদার করেছে। তিনি আরও জানান, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।ভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০৩:২১ পিএম
কসবায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) গভীর রাতে কসবা থানার কায়েমপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর গ্রামের মো. শাহ্ আলম এর বাড়ির পাশের একটি পাকা রাস্তা থেকে গাঁজার এই চালানটি উদ্ধার করা হয়।ঘটনার সঙ্গে জড়িত মো. সাহাব মিয়া (৩৫) কে আটক করা হয়েছে। আটক আসামি কায়েমপুর তাজুল ইসলামের ছেলে।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টির ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানে লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানিয়েছে, দোকানটির মালিক অভি দাস নিজেই নাটক সাজিয়ে স্বর্ণ লুটের পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—সোহান, আমানত ও শরীফ।রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পৌলী এলাকার শাইলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, দোকান মালিক অভি দাস ৫ লাখ টাকার বিনিময়ে ওই তিনজনকে ভাড়া করে স্বর্ণ লুটের পরিকল্পনা করেন। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, অভি দাস মোবাইলে মেসেজ পাঠানোর পরই ভাড়াটে ছিনতাইকারীরা দোকানে প্রবেশ করে লুটপাট চালায়।এর আগে শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টিতে অবস্থিত ‘অভি অলংকার’ দোকানে দুইজন মুখোশধারী ব্যক্তি ঢুকে মালিক শুভ দাসের গলায় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা শুভ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত একটি নাটক। দোকান মালিক নিজেই এ ঘটনার মূলহোতা। দেশকে অস্থিতিশীল করতে বা অন্য কোনো উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”চলমান তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানায় পুলিশ।স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরেই স্বর্ণাকারপট্টি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এ ঘটনায় পুরো ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।ভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০১:০৪ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে আট বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।ভিকটিম ময়মনসিংহ জেলার ইশ্বর গঞ্জের মরিচারচর গ্রামের বকুল মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়,আমরা আমাদের সন্তানদের মাদরাসায় পাঠিয়ে নিরাপত্তাহীনতায় থাকি।সকল খারিজি মাদরাসাকে তদারকির আওতায় আনার দাবী জানান তারা।ভিকটিমের পিতা জানান আমার মান সম্মান আর রইলো না।আমার ছেলেকে নিয়া বাড়ি চলে যাব।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বলাৎকারের বিষয়ে একজনকে আটক করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০২:২৫ পিএম
কসবা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান অভিযানে সাবেক মেয়র হাক্কানির আপন ছোট ভাই এবং উপজেলার যুবলীগ নেতা মির্জা আজমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানা যায়, মির্জা আজম উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় কসবা রেলস্টেশনে অবস্থানকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, ডেভিল হান্ট অভিযানে মির্জা আজমকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৫ অক্টোবর ২০২৫ ০২:১৭ পিএম
খাগড়াছড়ির অবরোধ পুরো প্রত্যাহারের ঘোষণা
মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে চার দিন ধরে চলা অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জুম্ম ছাত্র-জনতা জানিয়েছে, খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক সহিংসতা নিয়ে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে তাদের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।ভোরের আকাশ/তা.কা
০৪ অক্টোবর ২০২৫ ১০:৩৮ এএম
গাজীপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলিপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)অন্যদিকে আহতরা হলেন, তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত তামিমকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/মো.আ.
০৩ অক্টোবর ২০২৫ ০২:১৮ পিএম
এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে জাহিদ নামের ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।তিনি আরও বলেন, এ সময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাকে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড পাওয়া যায়। এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.
০৩ অক্টোবর ২০২৫ ০১:০৪ পিএম
এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া সেই জাহিদ ধরা
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে জাহিদ নামের ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।তিনি আরও বলেন, এ সময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাকে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড পাওয়া যায়। এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.
০৩ অক্টোবর ২০২৫ ০১:০৪ পিএম
জামিনসংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নামে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রকাশিত জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয়।বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, ফটোকার্ডে উল্লেখিত গ্রেফতার হওয়া বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়- এ কথা আইজিপি বলেননি।তার দাবি, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।মূলত আইজিপি রাজধানীর মোহাম্মাদপুরের সন্ত্রাসীদের বিষয়ে বলেন, অপরাধীরা গ্রেফতার হওয়ার পর দ্রুত কিভাবে যেন জামিনে বেরিয়ে আবার একই অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। ফলে পুলিশ বারবার বিপাকে পড়ছে। এই বক্তব্যকে বিকৃত করে ফটোকার্ড বানিয়ে একটি স্বার্থান্নেসী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।ভোরের আকাশ/এসএইচ