ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১০:৩০ এএম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে পুলিশ কর্তৃক হত্যার পর গাড়িতে উঠানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় দৃশ্য শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা দৃশ্যটির ফ্যাক্টচেক করেছে রিউমর স্ক্যানার। বুধবার (১৬ জুলাই) এ দৃশ্যটির ফ্যাক্টচেক প্রকাশ করা হয়।
রিউমর স্ক্যানার জানায়, ছিনতাইয়ের অভিযোগে জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে মুমূর্ষ অবস্থায় পুলিশের কাছে হস্তান্তরের একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এ ঘটনাকে তিনি গোপালগঞ্জের দাবিতে প্রচার করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব নামের একটি পেজে জয়ের শেয়ার করা ভিডিওটি গত ৪ জুন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেওয়া হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ