ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১২:১৬ পিএম
ছবি : ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি করা হয়েছে। মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল পণ্যটি আমদানি করেছে।
রোববার (২০ জুলাই) দুপুরে ৪ টন আগরবাতি ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
তিনি জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল বন্দর দিয়ে আগরবাতি আমদানির (এলসি) খুলেছে। প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে আমদানি পণ্য হিসাবে আগরবাতি প্রবেশ করেছে। যাবতীয় কার্যক্রম শেষে পণ্যটি বন্দর থেকে খালাস হবে। বাণিজ্য বাড়লে স্থলবন্দর দিয়ে রাজস্ব আয় বাড়বে বলেও তিনি জানান।
আগরবাতি আমদানির কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন।
তিনি জানান, দেশের বাজারে আগরবাতির চাহিদা থাকায় এই স্থলবন্দর দিয়ে আগরবাতি আমদানি করা হয়েছে। বাজারে ভালো মূল্য পাওয়া গেলে এ পণ্যটির আমদানি বাণিজ্য বাড়বে। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রপ্তানি হয়। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিতে এ বন্দরের ব্যবহার বাড়ছে।
ভোরের আকাশ/এসএইচ