ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের বাড়ি ভাঙচুর, হামলায় আহত মা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামে 'এনটিভি অনলাইন' এর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া সদর-আশুগঞ্জ-বিজয়নগর) সাংবাদিক শাহনেওয়াজ শাহ্হ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় সংঘটিত হামলায় তার মায়ের একটি হাত ও একটি পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মো. কাউসার চৌধুরীকে প্রধান আসামি করে ৩০জন ও অজ্ঞাত আরো ২৫/৩০ জনের নামে থানায় লিখিত এজাহার জমা দেয় সাংবাদিক শাহনেওয়াজ। এ বিষয়েসাংবাদিক শাহনেওয়াজ শাহ্ বলেন, 'আমাদের ঘরবাড়ি, টাকা-পয়সা, স্বর্ণালংকার সবকিছু লুটে নিয়েছে হামলাকারীরা। কয়েকটি বোমা ফাটিয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। স্থানীয় ইউপি সদস্য সুমা খাতুন বলেন, 'পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে আমি নিজেও কাছে যেতে পারিনি। পরে পুলিশকে ফোন দেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের উদ্ধার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, 'এ ঘটনায় সাংবাদিক শাহনেওয়াজ বাদী হয়ে একটি লিখিত এজাহার দিয়েছেন। তদন্ত করে মামলা রেকর্ড করা হবে।'ভোরের আকাশ/আজাসা
২৪ জুন ২০২৫ ০২:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আমার আগুন বুকে জ্বালি-এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ পালিত হয়েছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোর্তজা মোর্শেদ, উপ-মহাপরিদর্শক (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ব্রাক্ষণবাড়িয়া। ) জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘বাসা-বাড়িতে যারা কাজ করে এদের বেশিরভাগই শিশু। নিজেদেরকে আরো সচেতন হতে হবে। শিশুশ্রম প্রতিরোধে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজকে সচেতন করাও জরুরি। সন্তানদের ভবিষ্যৎ গড়তে হলে তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কাজে নয়। ’আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মালিক প্রতিনিধি-এম এ হালিম, শ্রমিক প্রতিনিধি- মো: আজম বেপারী, এনজিও প্রতিনিধি- এস এম শাহিন (নির্বাহী পরিচালক, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া), পুলিশ সুপার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এম এন রকিবুল রাজা (অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল)। বক্তারা বলেন- চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা, পরিবহণসহ সব জায়গাতে শিশুদেরকে কাজের জন্য 'না' বলতে হবে এবং সামজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে; তাহলেই শিশুশ্রম প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত স্কাউট সদস্য, কলকারখানার শ্রমিক ও সাংবাদিকবৃন্দ।ভোরের আকাশ/আজাসা
১৯ জুন ২০২৫ ০৫:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ঝগড়া থামাতে গিয়ে পুলিশের ওসিসহ আহত ১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার কুলিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম (৪২), পুলিশ সদস্য মো. মামুনুর রশিদ (৩৬), মামুন মিয়া (২৫), শাকিব মিয়া (১৮), জাহাঙ্গীর (৪৮), আক্কাস মিয়া (৬০), রোকসানা বেগম (৪৮), রেহেনা (৩০), চুমকি আক্তার (১৪), রহমান মিয়া (৪৪), আলী আকবর (৩৪), আজিজ (২৬), জসিম মিয়া (৪৫), শিল্পী আক্তার (৩০), হোসনেহার বেগম (৪৫) ও ছায়াতুন্নেছা (৬০)। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিকুন্ডা গ্রামের মো: কাউসার মিয়া প্রতিবেশী মো: এরশাদ মিয়ার বাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন।এ নিয়ে এরশাদ মিয়া আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে একাধিক সালিশি বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নানের মধ্যস্থতায় এক সালিশে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে সোমবার সকালে কাউসার মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এরশাদ মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ৩টি ঘর ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের উপরও চড়াও হয়। এতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলমসহ পুলিশ সদস্য আহত হন।এ বিষয়ে নাসিরনগর থানার ওসি মো: খাইরুল আলম মুঠোফোনে ভোরের আকাশের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আমি বাম কানে আঘাত পাই। অপর পুলিশ সদস্যও আঘাতপ্রাপ্ত হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০৬:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার এর জেল সুপার মোঃ ওবায়দুর রহমান মারা যাওয়া হাজতি জুনায়েদ সম্পর্কে দৈনিক ভোরের আকাশ এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে জানান, "হাজতি নং- ৫১৩০/২৫, নাম: জুনাইদ মিয়া, বয়স: ৩২বছর, পিতা: হেকমত আলী, গ্রাম- পরমানন্দপুর, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মামলা: সি আর ৫৫৪/২৫, রোগের নাম: Sudden unconsciousness under evaluation with H/O Subtance abuse.সংশ্লিষ্ট বন্দিকে সহকারী সার্জন কারা হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক স্বাক্ষরিত ও সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রতিস্বাক্ষরিত বর্ণিত রোগের উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত (Brought dead) ঘোষণা করেন।"কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। ৪ জুন পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আদালত থেকে কারাগারে পাঠায়। আজ মঙ্গলবার সে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০৫:২১ পিএম
আখাউড়ায় রেললাইনে বসে গাঁজা সেবন, ৬ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে বসে মাদক সেবনের অপরাধে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৫জুন) উপজেলার খড়মপুর এলাকায় এ অভিযান পরিচালনাকরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটমো. ফয়সল উদ্দিন। ঢাকা-সিলেট রেললাইনের পাশ ঘেঁষে গাঁজাসেবনের সময় তাদের আটককরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রমকারাদণ্ড ও ১০০ টাকাকরে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরাহলেন- মো: হোসেন আলীওরফে শেখ সাদী (৬৫), মো. ভুট্টু মিয়া (২৫), পিন্টু মিয়া (২৮), মো: রুবেল মিয়া (২৫) মো. জিয়াউর রহমান (৪০)ও মো: নাছিরউদ্দিন (৪০)। উপজেলাসহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিনবলেন, "খড়মপুর মাজারের পশ্চিম পাশে রেললাইনের ওপরমাদক সেবনের সময় ৬ জনকেহাতেনাতে আটক করা হয়।পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেওয়াহয়।" তিনিআরও জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলামাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: নজরুল ইসলামউপস্থিত ছিলেন।ভোরেরআকাশ/আজাসা
১৬ জুন ২০২৫ ০৩:০৪ পিএম
ভারতে চলে যাওয়া গরু ফেরত পাঠিয়েছে বিএসএফ
আখাউড়ায় সীমান্তে আটক গরুগুলো ফেরত দিলো বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি ৬-৭টি গরু ধরে নিয়ে প্রায় ৩ ঘণ্টা আটকে রাখার পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে বিজিবির কাছে গরুগুলো হস্তান্তর করেন বিএসএফ। একই সঙ্গে সীমান্তের ভারতীয় অংশে যেন গরু না চড়ানো হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছাকাছি ঘাস খাওয়ানোর জন্য স্থানীয়রা গরু চড়ান। এ সময় কয়েকটি গরু সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে ঢুকে পড়ে। বিষয়টি দেখে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা স্থানীয়দের সর্তক করেন এবং একপর্যায়ে সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখেন। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। পরে দুপুর ১টার দিকে আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত আনা হয়।বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, শূন্যরেখার কাছে গরু চড়ানোর কারণে সম্প্রতি প্রায়ই গরু ভারতের অংশে ঢুকে পড়ছে। বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে আগেও সতর্ক করা হয়েছিল। আজও একই কারণে কিছু গরু ভারতীয় এলাকায় ঢুকে পড়ায় বিএসএফ তা আটকে রেখেছিল। পরে আলোচনা করে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। গরু পাওয়ার খবর পেয়ে স্থানীয়রা দুষ্টুমি করে বলাবলি করছেন, "গরু তো আর পাসপোর্ট, ভিসা, কাঁটাতার বুঝে না; ভারত-বাংলাদেশ দুই দেশই তাদের কাছে সমান, তাই চলে গেছে ওখানে"!ভোরের আকাশ/এসএইচ
১৫ জুন ২০২৫ ০৭:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ ভরি চোরাই স্বর্ণালংকারসহ যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (১৫ জুন) দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে আটক করা হয় তাকে। মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনথাপুর এলাকার হিরণ মিয়ার ছেলে। স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকার টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার স্বামীর বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয় যে, ১৩ জুন দুপুর ১টা থেকে ১৪ জুন সকাল ৮টা- এ সময়ের ভিতরে দূর্গাপুর গেইট সংলগ্ন টিপু মিয়ার বাড়ির দু'তলায় বাথরুমের অক্সিজেন এক্সস্ট বায়ুচলাচল ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি হয়। এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে আখাউড়া সড়ক বাজারের স্বর্নের দোকানে কিছু স্বর্ন বিক্রির জন্য ঘোরাফেরা করছে।সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবস্থান নিয়ে ব্যাগসহ সন্দেহজনকভাবে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুরি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যার পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি। এসময় নগদ ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুন ২০২৫ ০৬:৪৭ পিএম
বাংলাদেশের গরু নিয়ে গেল ভারতের বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বাংলাদেশের ৭-৮টি গরু সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানায় বিজিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকায় সীমান্তের কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চড়ান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করেন স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৭-৮টি গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখেন। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করেন। রোববার দুপরে এ রিপোর্ট লিখা পর্যন্ত গরুগুলো ভারতীয় বিএসএফের কাছেই ছিল। এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা
১৫ জুন ২০২৫ ০৪:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার রেল সেতুতে ধাক্কা লেগে নদীতে তলিয়ে গেছে বাল্কহেড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে মেঘনা নদীতে তলিয়ে গেছে।শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নম্বর পিলারের সঙ্গে এম.ভি রিফাত নামের ওই বাল্কহেডটির এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।প্রত্যক্ষদর্শীরা জানান, রেলসেতুতে ধাক্কা লেগে বাল্কহেডটি মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ-ভৈরব রেল সেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি। তিনি আরও বলেন, খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ০৭:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূর আলম ও আব্দুর রউফের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন।সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা পরবর্তী সময়ে মাত্র কয়েকদিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃহৎ আকারে বেশ কয়েকটি মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেছে।ভোরের আকাশ/এসএইচ
১২ জুন ২০২৫ ০৪:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: কাউসার আহাম্মেদ।ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।জেলার ২১ জন সাংবাদিকের মধ্যে সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ