নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ০১:১৯ এএম
যুবদল নেতার নেতৃত্বে হোটেলে নারীদের ওপর হামলা, বহিষ্কার মনির হোসেন
রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে ভিআইপি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নারী গ্রাহকদের ওপর হামলা ও হোটেল ভাঙচুর করেছেন যুবদল নেতা মনির হোসেন। ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল।
মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বনানী থানায় মামলা দায়ের করেছে, যদিও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি তার ফেসবুক পেজে প্রকাশ করলে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় পেছন দিক থেকে এক ব্যক্তি তার পথ রোধ করে আঘাত করছেন। এতে তিনি পড়ে যান। তার সঙ্গে থাকা আরেক নারীও হামলার শিকার হন।
হামলাকারীদের সংখ্যা ছিল ৮ থেকে ১০ জন। তারা মেঝেতে পড়ে থাকা দুই নারীকে ঘিরে রেখে আক্রমণ চালায়। ভিডিওতে নারীদের চিৎকার ও হোটেলের ভাঙচুরের শব্দ শোনা যায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ঘটনার মূল সূত্রপাত ঘটে গত ৩০ জুন রাত ৮টার দিকে। বনানী যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া হোটেলে গিয়ে একটি ভিআইপি রুম চান। তখন সব রুম বুকড থাকায় তাকে রুম দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে তিনি হোটেলের বারে বসে খাবার খান ও মদ্যপান করেন এবং বিলের ওপর ‘স্থানীয় নেতা’ পরিচয় দিয়ে ডিসকাউন্ট দাবি করেন। হোটেল কর্তৃপক্ষ আংশিক ছাড়ে বিল পরিশোধের সুযোগ দিলেও ভিআইপি রুম না দেওয়ায় মনির হুমকি-ধমকি দিয়ে হোটেল ত্যাগ করেন।
পরদিন রাতে মনির হোসেন ও তার অনুসারীরা হোটেলে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী জাকারিয়া হোটেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক এজাহারে উল্লেখ করেন, হামলাকারীরা হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে ১০ লাখ টাকার সম্পত্তি নষ্ট করেন। এছাড়া বার থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকার মদ ও বিয়ার লুট করে নিয়ে যান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ঘটনায় মনির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ভিডিও প্রকাশ ও সামাজিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মনির হোসেনকে যুবদল থেকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় দলটি।
ভোরের আকাশ//হ.র