× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ০১:৩২ এএম

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ ফোনালাপকে ‘খোলামেলা ও গঠনমূলক’ বলে বর্ণনা করেছে ক্রেমলিন।

রুশ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানান। জবাবে পুতিন জানান, মস্কো এখনো কিয়েভের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে। বিশেষ করে তিনি পূর্ববর্তী তুরস্কভিত্তিক আলোচনার কথা উল্লেখ করে বলেন, সেসব প্রচেষ্টা কিছু মানবিক ফল বয়ে এনেছিল।

তবে পুতিন এক্ষেত্রে সতর্ক অবস্থানে থেকে বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পিছু হটবে না। তিনি দাবি করেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা এবং রুশভাষীদের নিরাপত্তা হুমকির কারণেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনা পাঠাতে বাধ্য হন।

সম্ভাব্য শান্তিচুক্তির প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোর সদস্যপদ ত্যাগ করতে হবে এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে।

এই ফোনালাপের সময় পেন্টাগন ইউক্রেনকে সরবরাহকৃত কিছু অস্ত্র আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের খবর সামনে আসে। সরবরাহ স্থগিত রাখা অস্ত্রের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গাইডেড গোলাবারুদ। তবে ট্রাম্প-পুতিন আলোচনায় এই ইস্যু তোলা হয়নি বলে জানিয়েছেন উশাকভ।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, “আশা করি, শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অস্ত্র সহায়তা বিষয়ে আলোচনা হবে।” তবে ট্রাম্প-পুতিন সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের মানসিকতা খুবই ভিন্ন। আলোচনার কতটা সম্ভাবনা রয়েছে, তা নিয়ে আমি নিশ্চিত নই।”

ট্রাম্প ও পুতিনের শেষবার ফোনালাপ হয়েছিল গত ১৪ জুন, ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তার একদিন পর। সেই ধারাবাহিকতায় এবারকার ফোনালাপ দুই নেতার মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ফোনালাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রে তার ৪.৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় ও ব্যয় সংকোচন বিলের কথা তুলে ধরেন, যাতে পুতিন তাকে শুভকামনা জানান এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছাও জানান।

ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও দুই নেতা আলোচনা করেন। পুতিন জোর দেন, মধ্যপ্রাচ্যের সব মতপার্থক্য রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে। উভয় নেতা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।

প্রসঙ্গত, গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা ইসরায়েলের তেহরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

এছাড়া সিরিয়া পরিস্থিতি, জ্বালানি খাত এবং মহাকাশ গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও দুই নেতা আলোচনা করেন। উশাকভের মতে, পুতিন এমনকি একটি যৌথ চলচ্চিত্র নির্মাণের প্রস্তাবও দেন, যাতে দুই দেশ ঐতিহ্যবাহী মূল্যবোধ তুলে ধরতে পারে।

উল্লেখযোগ্যভাবে, মাত্র দুই দিন আগেই পুতিন তিন বছর পর প্রথমবারের মতো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সরাসরি ফোনালাপে অংশ নেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

 ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

 আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

 খেলাপিতে ধুঁকছে আর্থিক প্রতিষ্ঠান, সংকটে পুরো খাত

খেলাপিতে ধুঁকছে আর্থিক প্রতিষ্ঠান, সংকটে পুরো খাত

 ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

সংশ্লিষ্ট

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

জাতিসংঘে যোগদানের কোনো ‘অধিকার’ নেই তাইওয়ানের: চীন

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আবুধাবিতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ

ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিন ফোনালাপ