কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৮:৫২ পিএম
কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে সদর উপজেলার জামান ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হলরুমে ‘ওয়াই মুভস্’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইয়েস বাংলাদেশ আয়োজিত দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলার সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শিশু অধিকার,জাতিসংঘ শিশু অধিকার সনদ, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও কিশোরবান্ধব সমাজ গঠনে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রস্তুতি অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়েস বাংলাদেশের কুড়িগ্রাম জেলার স্বেচ্ছাসেবক কে.এম রেজওয়ানুল হক নুরনবী এবং খাদিজা আক্তার। তাঁরা অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্তিমূলক আলোচনা, দলীয় কার্যক্রম ও বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণটির মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা ভুমিকা পালন করবে।
ভোরের আকাশ/এসএইচ