নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদে আফিফা আক্তার নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বিষয়টি শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে আফিফার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্কুলছাত্রী আফিফা আক্তার (১৫) বিষ্ণুকাঠি গ্রামের মৃত মনির রাঢ়ীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে এক সঙ্গে খাবারের পর বাড়ির পাশের মুরগির ফার্ম দেখতে যায় বড় বোন মেহেনাজ আঁখি। এ সময় ঘরে আফিফা ও তার ছোট বোন আফসানা অবস্থান করছিল। কিছুক্ষণ পর ছোট বোন বাইরে চলে গেলে একাই ঘরে থাকে আফিফা। পরে ছোট বোন ঘরে ফিরে দেখে, ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছে আফিফা।
স্থানীয়রা জানান, গত (৭ সেপ্টেম্বর) আত্মহত্যা করে কলেজ ছাত্র আবু সুফিয়ান সানি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের পরিবার থেকে মেনে না নেওয়ায় কয়েক দিনের ব্যবধানে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নিহতের বড় বোন মেহেনাজ আঁখি বলেন, আমার বোনের সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। তবে সম্প্রতি প্রতিবেশী আবু সুফিয়ান সানি নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তার সঙ্গে আমার বোনের প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকায় অনেকে ছড়িয়েছিল। হয়তো সেই কারণেই আফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আল-আমীন বলেন, কয়েক দিন আগে আত্মহত্যা করা আবু সুফিয়ান যে মেয়েটি কে ভালোবাসত, আজ সেই মেয়েটি ও আত্মহত্যা করেছে। তারা আত্মীয়তার সম্পর্কে ছিল বলে উভয় পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নেওয়া হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন বলেন, আফিফার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েক দিন আগে একই এলাকায় কলেজ ছাত্র সানি আত্মহত্যা করেছিল। তবে এখনও নিশ্চিত ভাবে আফিফার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/মো.আ.