মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৪:৪৬ পিএম
মানিকগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকা থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পুটাইল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন—উত্তর পুটাইল এলাকার আ. রশিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), পুটাইল এলাকার মৃত দোয়াত আলীর ছেলে মনতাজ উদ্দিন (৪৫) এবং মধ্য পুটাইল এলাকার কছিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে মোশারফ (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের শরীর ও আশপাশ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ওসি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আজাসা