টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৫ ০৯:০৮ পিএম
ছবি: ভোরের আকাশ
টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য নতুন তাঁতযন্ত্র উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
প্রবেশন অফিসের অর্থায়নে তাঁতযন্ত্র স্থাপন ও তাঁত প্রশিক্ষণের আয়োজন করা হয়। যা টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা কারাগার বাস্তবায়নে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা কারাভ্যন্তরে উদ্বোধনী প্রশিক্ষণে উদ্বোধন করা হয়েছে। এতে দশজন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে কারাগারকে সংশোধনাগার হিসেবে গণ্য করা হয়। কারাবন্দীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রেষণামূলক কর্মকান্ডের মাধ্যমে চারিত্রিক সংশোধন পূর্বক সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসন করাই কারাগারের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় কারাভ্যন্তরে তাঁত প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, মোড়া তৈরি প্রশিক্ষণ, পুঁথিশিল্প প্রশিক্ষণ, নকশি কাঁথা প্রশিক্ষণ, নরসুন্দর প্রশিক্ষণ, কৃষি কাজের প্রশিক্ষণ, কারা লাইব্রেরিতে বই পড়ার সুযোগ, নিরক্ষর বন্দীদের অক্ষরজ্ঞান, কারাভ্যান্তরে সিঙ্গারা, পুরি, জিলাপি, মুড়ি তৈরির প্রশিক্ষণ, সংস্কৃতি চর্চা ও খেলাধুলাসহ গান বাজনা, কবিতা, কৌতুক পরিবেশন সহ মাদকাসক্ত বন্দিদের মোটিভেশনাল কার্যকম গ্রহণ করে থাকেন কয়েদিরা। ফলে বন্দির হাত কর্মীর হাতে রূপান্তরিত হয়।
এ সময় উপস্থিতির ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান, প্রবেশন অফিসার মোঃ সৌরভ তালুকদার প্রমুখ।
ভোরের আকাশ/জাআ