জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ০৯:৪৮ এএম
সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে, পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপেজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৫ আগস্ট একটা ভয়ঙ্কর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনো স্থির হয়নি। কিছু রাজনৈতিক দল মনে করে, তারাই আন্দোলন করেছে, আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতাকর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এই ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা।
শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতে যারা বাংলদেশি মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। এইটা দিল্লি সরকারের দ্বিচারিতা।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, মানুষ বেকার হচ্ছে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে।
ভোরের আকাশ/এসএইচ