চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ১০:০৩ পিএম
ছবি: ভোরের আকাশ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ বাবার মৃত্যুর খবরে গভীর শোক সহ্য করতে না পেরে চার ঘণ্টার ব্যবধানে মৃত্যু হলো ছেলেরও। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক পরিবারের দুই প্রজন্মের এমন বিদায়ে শোকের ঘন ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।
সোমবার ভোররাতে প্রথমে মারা যান ৬০ বছর বয়সী মো. আবুল হাসেম খান। তার মৃত্যুর চার ঘণ্টা পর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বড় ছেলে মো. সোলেমান খান (৩০)। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
জানা যায়, সোলেমান খান মতলব দক্ষিণ উপজেলার গাউছিয়া মার্কেটে একটি দরজির দোকান চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তারই আয়ে চলত পরিবারের ভরণপোষণ।
গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। একই হাসপাতালে রোববার সন্ধ্যায় ভর্তি হন তার বৃদ্ধ বাবা আবুল হাসেম খান।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে মারা যান বাবা আবুল হাসেম। বাবার মৃত্যুর খবর হাসপাতালে শুয়ে থাকা ছেলেকে জানানো হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং সকাল ৯টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সোলেমানের ছোট ভাই মো. শাহাজালাল খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, "অল্প সময়েই বাবা ও বড় ভাইকে হারালাম। এই শোক বয়ে বেড়ানোর মতো শক্তি আমাদের নেই। সংসার চলতো ভাইয়ের আয়ে, এখন পুরো পরিবার দিশেহারা হয়ে গেছে।"
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, "দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।"
ভোরের আকাশ/জাআ