× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরগুনায় স্কুল ভবনে অবৈধ পান বাজার

মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা)

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১০:৪১ পিএম

বরগুনায় স্কুল ভবনে অবৈধ পান বাজার

বরগুনায় স্কুল ভবনে অবৈধ পান বাজার

বরগুনা জেলার আমতলী উপজেলার খেকুয়ারী মাধ্যমিক স্কুল ভবনের নিচতলায় প্রতি শুক্রবার খেকুয়ানী বাজার ইজারাদার শাহ আলম শিকদার অবৈধভাবে পানের বাজার বসান। ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। ফলে শিক্ষার্থীদের শরীরে  নানাবিদ  রোগের সৃষ্টি হয় এবং স্কুলের পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। দ্রুত পানের বাজার অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।  

জানা গেছে, আমতলীর স্কুলটিতে ২০১০ সালে তিনতলা সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়। ওই স্কুলে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ওই স্কুল ভবনের নিচতলায় ইজারাদার শাহ আলম শুক্রবার পানের বাজার বসিয়েছেন। স্কুল কর্তৃপক্ষ নিষেধ করলেও তিনি তা মানছেন না। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে।

গত শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্কুল ভবনের নিচতলায় শতাধিক ব্যাবসায়ী পান বিক্রি করছেন। এতে স্কুল ও ময়লা আবর্জনা ও ধুলাবালিতে একাকার হয়ে আছে।

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সুমাইয়া বলেন, ‘ভবনের নিচ তলায় ইজারাদার প্রতি শুক্রবার বাজার বসায়। ব্যবসায়ীরা ময়না আবর্জনা বিদ্যালয়ে ফেলে রেখে যায়। ওই ময়লা পচে দুর্গন্ধ ছড়ায়। এতে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয়। ফলে আমাদের শরীরে নানা ধরনের রোগের জন্ম নেয়।’ এমন ঘটনার সঙ্গে জড়িত ইজারাদার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, আমরা ইচ্ছে করে স্কুলের নীচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদেরকে পান বিক্রি করতে বসিয়েছেন। স্কুল ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।  

স্থানীয় এইচএম দেলোয়ার মুন্সি বলেন, ইজারাদারকে এমন কাজের প্রতিবাদ করেছি কিন্তু ইজারাদার তা মানছেন না। ইজারাদার প্রভাবখাটিয়ে স্কুল ভবনের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। স্কুলের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, বাজার ইজারাদার শাহ আলম সিকদার প্রভাব খাটিয়ে ভবনের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। তাকে বাজার বসাতে নিষেধ করেছিলাম কিন্তু তিনি তা শুনেননি।

তিনি আরো বলেন, পান ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। ফলে শিক্ষার্থীদের শরীরে নানাবিদ রোগের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

শাহ আলম সিকদার বলেন, বাজারে সরকারি জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ স্কুলের নিচতলায় পানের বসতো, তাই আমিও বসিয়েছি।

আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় কোনো মতেই বাজার বসানো যাবে না। যারা বাজার বসিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা