ভ্রাম্যমাণ প্রতিনিধি, নান্দাইল
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০৪:১৮ পিএম
ছবি: ভোরের আকাশ
ময়মনসিংহের-নান্দাইলে অত্যন্ত শ্রদ্ধা ও আন্তরিক পরিবেশে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫’র ‘জুলাই কর্নার-২০২৪’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মিনিট ব্ল্যাক আউট এর মধ্য দিয়ে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিনা ছাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল এবং এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন।
এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিএনপি ও এনসিপি'র স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য ছিল তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যারা নিজেদের হাতে মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
‘জুলাই কর্ণার’ উদ্বোধনের পর উপস্থিত সবাই শহীদ মিনারে অবস্থান নিয়ে একত্রে মোমবাতি প্রজ্বলন করেন। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
ভোরের আকাশ/জাআ