ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫ ০৯:২০ পিএম
নান্দাইলে বিএনপি নেতা বিভিন্ন জাতের ২০ হাজার গাছের চারা বিতরণ
ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন প্রজাতির ২০ হাজার গাছের চারা বিতরণ করেছেন বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. একে এম শামছুল ইসলাম সূর্য।
সোমবার (৯ জুন) সকালে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব চারা বিতরণ করা হয়।
পৌরসভার চারআনিপাড়ায নিজ বাড়িতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে- বিএনপির এই নেতা, ঈদ পরবর্তী নেতাকর্মীদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন।
এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীদের হাতে বিভিন্ন জাতের এসব বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেন।
বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল একে এম শামছুল ইসলাম সূর্য বলেন, ‘আগামী দিনে দেশ সংস্কারের অংশ হিসেবে তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশকে সবুজায়ন করে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অংশ হিসেবে বর্ষা মৌসুমে গাছ লাগানোর তাগিদ রয়েছে।
আগামীর দেশ নায়কের নির্দেশেই ঈদ শুভেচ্ছায় এসব চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। এ কার্যক্রম পুরো বর্ষায় অব্যাহত থাকবে।
এ সময় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ফলদ গাছের কয়েকটি চারা মায়াবন পার্কে রোপণ করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, রবিউল করিম বিপ্লব, পল্লব রায়, আকরাম হোসেন ফেরদৌস, মামুনুর রশিদ ওয়াসিম ও তুহিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ