ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০৯:৩৮ পিএম
নবীনগরে চালকসহ সড়কে প্রাণ হারালো ৩ জন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর সদরের নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), চরলাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাশেম (৩৫) ও ফেনী জেলার বাসিন্দা নূরে আলম (৫৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে নবীনগর সদরের নারায়নপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক সোহেল মিয়া তার গাড়িতে গ্যাস সংগ্রহ করতে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক হয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন।
এ সময় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এতিমখানার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী দুরন্ত পরিবহনের একটি বাস গাড়িটিকে চাপা দেয়।
এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৩ জন ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে আনা হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/জাফ