এটা হাসিনার নয়, ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ ইসলাম
`এই বাংলাদেশ শেখ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ছাত্র-জনতার বাংলাদেশ' এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেছেন, ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।
জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল জানিয়ে তিনি আরও বলেন, নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী পিরোজপুর শহরে গণসংযোগ করেছেন।শুক্রবার (৪ঠা জুলাই )দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়।পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে গণসংযোগ শেষ হয়।গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা সহ সেক্রেটারি আব্দুর রাজ্জাক, পৌর আমির মো. ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি মো. আল আমিন সেখ, পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হালিম এবং মাসুদ সাঈদীর পুত্র মো. আব্দুল্লাহ্ ইবনে মাসুদ উপস্থিত ছিলেন।মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমার বাবার দেখানো আদর্শকে বুকে ধারণ করে আমি এ আসনকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ্ আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলব।এ সময় নেতারা স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাসুদ সাঈদীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও সমর্থন চান।ভোরের আকাশ/জাআ
গাজীপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আজিজ চৌধুরী শিল্প গ্রুপের (এসি শিল্প গ্রুপ) প্রতিষ্ঠাতা ও নবজান বায়তুল মামুর চৌধুরী বাড়ী জামে মসজিদ ও আজিজ চৌধুরী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী মরহুম আব্দুল আজিজ চৌধুরী'র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার (৪ জুলাই) দুপুরে আলহাজ্ব আজিজ চৌধুরী ইসলামী কমপ্লেক্স ও নবজান বায়তুল মামুর চৌধুরীবাড়ী জামে মসজিদে এ আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মরহুম আজিজ চৌধুরী বড় ছেলে এসি শিল্প গ্রুপ ও স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমই এর সদস্য সালাউদ্দিন চৌধুরী ও ছোট ছেলে তারেক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।জুম্মার নামাজ আদায়ের পর মরহুম আজিজ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত, মরহুমের কবর জিয়ারত ও তবারক বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ
স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এলজিইডি এত বড় ব্রিজ এর আগে কোথাও নির্মাণ করেনি। আমরা ব্রিজের সকল প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতিমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে। মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধনের তারিখ নির্ধারণ করে তিস্তা সেতু খুলে দেয়া হবে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এখানে অসংখ্য কালভাট, সেতু ও অনেক রাস্তা রয়েছে। আর্চ ব্রিজের ত্রুুটি ইতিমধ্যে সমাধান হয়েছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহনের টাকা পাবেন মালিকরা।তিনি বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে রংপুর জেলা একটি উল্লেখযোগ্য জেলা। আবু সাঈদ আমাদের একজন স্বরনীয় ব্যক্তিত্ব। সে কারনে এই ব্রিজটির গুরুত্ব অনেক বেশি।এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, প্রকল্প পরিচালক আব্দুল মালেক, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী আনিছুল ওয়াহাব খান।আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ, গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ^াস, সচিবের একান্ত সচিব আব্দুল্লাহ আল নোমান সরকার, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী প্রমুখ।এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ বলেন, শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিং এর কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকী রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।এর আগে রেজাউল মাকছুদ জাহেদী ব্রিজ পয়েন্টে এসে চায়না কোম্পনী অফিসে প্রকল্প কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্রিজের পাঁচপীরবাজার ও চিলমারী পয়েন্ট পরিদর্শন করেন কাজের অগ্রগতি দেখেন।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নঘর থেকে অনিকা খাতুন (১৬) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে।স্বজনেরা জানান, দুপুরে পরিবারের সদস্যরা অনিকা খাতুনকে ঘরের ধর্নার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক রানা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।ভোরের আকাশ/জাআ