ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সংবাদ সম্মেলন
আগামী ২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন, পদযাত্রায় কোনো ধরনের বাধা আসলে তা প্রতিরোধের মাধ্যমে প্রতিহত করা হবে।মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো: আতাউল্লাহ।লিখিত বক্তব্যে তিনি বলেন, “গতকাল ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”আসন্ন রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে মো: আতাউল্লাহ বলেন, “আগামী ২৩ জুলাই কুমিল্লায় পদযাত্রা শেষ করে রাতে এনসিপি নেতৃবৃন্দ কসবা, আখাউড়া ও ধরখার হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করবেন। পরদিন ২৪ জুলাই সকাল ১০টায় আমরা জেলায় গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করব এবং সকাল ১১টায় কাউতলি থেকে আমাদের পদযাত্রা শুরু হবে।”সংবাদ সম্মেলনে জানানো হয়, "শেখ হাসিনার যে সময়কাল ছিল, এটা একটি কঠিন সময় ছিল, সেই সময় আমরা পিছুপা হই নাই। কারো ভয়ভীতি, হুমকি-ধামকি আমরা তোয়াক্কা করি নাই। আমরা যে ফ্যাসিবাদী রাজনীতির বিরোধিতা করছি, এটা তাদের জন্য হুমকি হয়ে যাচ্ছে। তারা তাদের রাজনীতি করতে পারছে না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে থ্রেড ফিল করছে। আমাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে গ্রাম থেকে শহর পর্যন্ত নেতৃত্বদানকারীরা কোনো ধরনের হুমকি-ধামকি তোয়াক্কা না করে এগিয়ে যাবে। ২৪ তারিখ যদি কোনো বাধা আসে, তাহলে প্রতিরোধের সাথেই আমরা তা অতিক্রম করব।”সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, জেলার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এস এম মহিউদ্দিন, সদস্য মো: নাহিদুল ইসলাম, কবির আলম মাসুম, আশিকুল আলম, হাসান নাসিমুল রাসেল, জয়ন্তী বিশ্বাস, বিন ইয়ামিন ভুইয়া, আসাদ খোকন এবং সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আক্কাস মীরসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ