চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৬:১৩ পিএম
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। একসঙ্গে দুটি মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মূলত বিদ্যুতের ছেড়া তার দেয়ালে লেগে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার দুই নম্বর ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।
মন্টু ঢালীর ছেলে আল আমিন জানান, তাদের বসতঘরের পাশের বাসিন্দা আনোয়ার হোসেন। তার সেমিপাকা টিনসেড ঘরের দেয়ালে হাত দিলে তাতে বিদ্যুতায়িত হন আনোয়ার হোসেন। এ সময় তার ডাকচিৎকারে তাকে বাঁচাতে গিয়ে তার বাবা মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন।
আনোয়ার হোসেনের বড় মেয়ে স্মৃতি আক্তার জানান, এমন পরিস্থিতিতে স্থানীয়দের সহায়তায় দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মৃত্যুবরণ করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দুই পরিবারের কোন অভিযোগ নেই। থানায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর কাছে আবেদন করায় দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসআই