ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১০:২৯ পিএম
ছবি: ভোরের আকাশ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এ সমাবেশ থেকে আমরা সকলেই নুরকে পেটানোর সাথে জড়িত, সে যেই হউক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
আওয়ামী আমলের মত, আওয়ামী লীগের মত,আওয়ামী ফ্যাসীবাদী সরকার মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে। সেই রকম পরিস্থিতি এ দেশের জনগণ দেখতে চায় না। আবারও কেউ রাজনীতিবিদদের উপর নির্যাতন করুক তা এদেশের জনগন মেনে নিবে না। আমরা তার নিন্দা জানাই।
শনিবার বিকালে দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার এতে সভাপতিত্ব করেন।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ ঘটনার ভিডিও ফুটেজ আছে, প্রমাণ আছে কারা নির্যাতন করেছে। নুরুল হক নুর আইসিইউ তে ভর্তি আছে। আমি আজকের এ সমাবেশ থেকে দাবী করছি, যারা ঘটনা ঘটিয়েছে সরকার তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করুক।
এসময় তিনি হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মেলনে আপনাদের ঐক্যের মাধ্যমে দেশের জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, জিয়া পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সে সকল ষড়যন্ত্রের জবাব হলো এ সমাবেশ। সবাই এভাবেই ঐক্যবদ্ধ থাকুন।
আপনারা জানেন যে, গণতন্ত্রের জন্য আমরা ১৭ বছর যাবত আন্দোলন করেছি, দেশনেত্রী বেগম সারাজীবন যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ আমরা সফল হবোই।
কমিটি গঠন তিনি বলেন, যারা দূর্নীতি করে তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হবে না। এ নির্দেশ আমাদের নেতা তারেক রহমানের। গঠনতন্ত্রকে অনুসরণ করেই সকল কমিটি গঠিত হবে। আমরা উপজেলা ও পৌর আহবায়ক কমিটি করেছি, যা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অনেক জায়গায় মাদক ব্যাবসায়িদের ধরে পুলিশে দিয়েছে। সম্প্রতি বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসীকে আইনের হাতে তুলে দিয়েছে কিন্তু লজ্জাজনক বিষয় বরমীর সন্ত্রাসী ডাকাতকে একটি রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এটা খুবই লজ্জাজনক। এ ভুলের মাশুল তাদেরকে দিতে হবে।
সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, মোসলেম উদ্দিন মৃধা, আবুল হোসেন প্রধান, আহসান কবির, অধ্যাপক রফিকুল ইসলাম, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান, শাজাহান সজল, বিল্লাল হোসেন, টিপু সুলতান প্রমুখ।
ভোরের আকাশ/জাআ