গোয়ালন্দে পাট শিল্পের বিকাশে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’ ও ‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫। প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালিভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব ও উপ-পরিচালক (পরিদর্শন) মুহাম্মদ ওবায়দুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, জেলা পাট কর্মকর্তা (অ.দ) তারেক মোহাম্মদ লুৎফুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরা আফরোজ সুবর্ণা, কৃষি উপসহকারী আনন্দ কুমার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত বীজ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, এবং সরকার প্রদত্ত বিভিন্ন সহায়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাট চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং পাটের উৎপাদন ও বিপণন নিয়ে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ পান।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে খামারি ও কৃষকরা। এবার খুলনা বিভাগের ১০ জেলায় কোরবানি উপযোগী পশু ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি প্রস্তুত করা হয়েছে। আর চাহিদার পরিমান দাড়িয়েছে ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি। হিসাব অনুযায়ী এবারে খুলনা বিভাগে কোরবানির পশুর সংখ্যা চাহিদার চেয়ে ৩ লাখ ৮৭ হাজার ৮৮৯টি বেশি প্রস্তুত করা হয়েছে। এ কারণে কোরবানির পশুর সংকট হওয়ার কোনো সম্ভবনা দেখছে না খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর।তবে প্রতিবেশী দেশ ভারত থেকে পশু আমদানি বন্ধ করা না গেলে খামারী ও চাষীদের লোকসান গুনতে হবে বলে আশংকা করছেন চাষী-খামারীরা।খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান জানান, বিভাগের ১০ জেলায় এ বছর ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। খামারি ও ব্যক্তি চাষী পর্যায়ে ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ষাঁড় ৪ লাখ ১৮ হাজার ৮৪৮টি, বলদ ৪৫ হাজার ৯১৮টি, গাভী ৭৩ হাজার ৬৬৫টি, মহিষ ৬ হাজার ৩১৭টি, ছাগল ৮ লাখ ৩৮ হাজার ৬০৩টি, ভেড়া ৫১ হাজার ১৩২টি ও অন্যান্য ৯৫টি।তিনি আরও জানান, প্রস্তুতকৃত পশুর মধ্যে খুলনায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৩১টি, বাগেরহাটে প্রায় ৮৫ হাজার ৪৮টি, সাতক্ষীরায় প্রায় ১ লাখ ৬০১টি, যশোরে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৭৪টি, ঝিনাইদহে জেলায় ২ লাখ ৬৩ হাজার ১২৯টি, মাগুরায় ৮১ হাজার ৪৭৩টি, নড়াইলে ৫৪ হাজার ৫৮৫টি, কুষ্টিয়ায় ২ লাখ ৯৪৮টি, চুয়াডাঙ্গায় ১ লাখ ৯৯ হাজার ৪৩৬টি, মেহেরপুরে ১ লাখ ৭১ হাজার ৭৫৩টি গবাদি পশু রয়েছে।বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, ২০২৪ সালে বিভাগের ১০ জেলায় প্রায় ১০ লাখ ৫ হাজার ৭৭০টি পশু প্রস্তুত রাখা হয়েছিল। খামারি ও ব্যক্তি চাষী পর্যায়ে ১৩ লাখ ৬০ হাজার ৫৬৫টি কোরবানির পশু প্রস্তুত করা হয়। এর মধ্যে ষাঁড় ৪ লাখ ৯ হাজার ৯৬৫টি, বলদ ৫৮ হাজার ২৮৯টি, গাভী ৬৮ হাজার ৭৯০টি, মহিষ ৫ হাজার ৬৫৪টি, ছাগল ৭ লাখ ৬০ হাজার ৪৯৫টি, ভেড়া ৪৯ হাজার ৫২৫টি ও পশু অন্যান্য ৮৪৭টি। উৎপাদিত পশুর মধ্যে খুলনায় প্রায় ১ লাখ ৫৬ হাজার ২৭৮টি, বাগেরহাটে প্রায় ১ লাখ ৬ হাজার ৪১৩টি, সাতক্ষীরায় প্রায় ১ লাখ ৮ হাজার ৬৫৯টি, যশোরে প্রায় ১ লাখ ৬ হাজার ৬১৭টি, ঝিনাইদহ জেলায় ২ লাখ ১৮ হাজার ৪৩১টি, মাগুরায় ৭৮ হাজার ৫৯১টি, নড়াইলে ৫২ হাজার ৫৪৭টি, কুষ্টিয়ায় ১ লাখ ৮৬ হাজার ৭৮৯টি, চুয়াডাঙ্গায় ১ লাখ ৫৫ হাজার ৪০২টি, মেহেরপুরে ১ লাখ ৯০ হাজার ৮৩৮টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছিল। এদিকে, খুলনায় কোরবানিযোগ্য পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও খামারিরা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন খামারে প্রস্তুত করা হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু। চাষী ও খামারীদের যেন কোন ফুসরত নেই। ডুমুরিয়ার বিসমিল্লাহ অ্যাগ্রো, বটিয়াঘাটার পূরবী অ্যাগ্রোসহ কয়েকটি ফার্মের মালিকরা জানান, গো-খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং অন্যান্য উপকরণেরও দাম বেড়েছে। এতে পশু পালনে খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে চাসী ও খামারীদের মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয়েছে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে খুলনার সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গায় চোরাপথে ভারতীয় গরুর আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। ভোরের আকাশ/এসআই
কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।শনিবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।আটক ছেনুয়ারা বেগম (৪৮), টেকনাফ মুন্ডার ডেইল পশ্চিম সাগরপাড়ের শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী।র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটক মাদকারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।ভোরের আকাশ/এসআই
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- প্রতিপাদ্য সামনে নিয়ে, ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে রোবারর থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী ভূমি মেলা। উপলক্ষে শনিবার (২৪ মে) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ এর উপস্থিতিতে তাঁর সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।আগামী ২৫ মে রোববার থেকে ২৭ মে মঙ্গলবার ২০২৫ পর্যন্ত ভূমি অফিসে অনুষ্ঠিত হবে।কনফারেন্সে জানানো হয়, ভূমি মেলা-২০২৫ উদ্যাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।মেলার প্রথম দিন রোববার সকাল দশ’টায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে হতে একটি র্যালি বের করা হবে। র্যালি শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশ’টায় শুরু হবে আলোচনা সভা। বেলা সাড়ে এগারোটা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যব¯’াপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার /বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী/পরিদর্শনকারী/পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।মেলায় ভূমি পোর্টালে (ষধহফ.মড়া.নফ) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।মেলার স্টলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ¯’াপিত ভূমি সহায়তা কেন্দ্র খঝঋঈ (খধহফ ঝবৎারপব ঋধপরষরঃধঃরড়হ ঈবহঃবৎ)- এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপ¯’াপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।এছাড়াও মেলার বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়িতে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হবে।আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকাল তিনটায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।উল্লেখ্য যে, মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে। ভোরের আকাশ/এসআই
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার রাত সোয়া ১০টার সময় উপজেলার সোনারামপুর (নাহার গার্ডেন) এলাকায় জোবেদা বেগমের বাসার উত্তর পাশের রুম থেকে এই ট্যাবলেট উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত যুবকের নাম হারুন আহমেদ (২৪)। তার বাবার নাম বজলু মিয়া। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানার নন্দিপাড়ায়। তারা কিছুদিন ধরে সোনারামপুর (নাহার গার্ডেন) এলাকায় জোবেদা বেগমের বাড়িতে ভাড়া থাকছেন।পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় সেনাবাহিনী ও আশুগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেন ফোর্সসহ হারুনের বাসায় অভিযান চালায়।এ সময় তার হেফাজত থেকে ১১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকেও আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ