ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১১:৩৮ এএম
ঘোড়াঘাটে চাঁদা উত্তোলনের অভিযোগে আটক ৪
দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার গোহাটিতে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টায় তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতরা নিজেদের শ্রমিক ইউনিয়নের লোক বলে হাটে পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। এমন অভিযোগ পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। আটককৃতরা হলেন, উপজেলার সিংড়া ইউনিয়ানের নূরপুর এলাকার মামুনুর রশিদ (৫০) দুদু মিয়া (৫৫) আব্দুল হাকিম (৫৭) ও পালশা ইউনিয়ানের ভাতছালা প্রামের আজাহার আলী (৫৪)।
ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানিয়েছেন, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, যা ঈদকে কেন্দ্র করে আরও জোরদার হয়েছে। এর অংশ হিসেবে রানীগঞ্জ বাজারে বিভিন্ন পেট্রোলের মাধ্যমে ঘোড়াঘাট থানা মাধ্যমে নজর দাড়িতে রাখছি চাঁদাবাজি করার সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে ঘোড়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/আজাসা