বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫ ১০:৩৭ পিএম
বাগেরহাটে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামে (শনিবার ৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিজুর রহমান চৌধুরী (৪০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। নিহত আজিজুর রহমান চৌধরী সিংগাতী গ্রামের মোশারফ হোসেন চৌধুরীরর ছেলে।
ঘন্টাব্যাপী এই সংর্ঘষ চলাকালে নারীসহ আন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সংর্ঘষের পর গোপালগঞ্জ হাসপাতালে আজিজুর রহমান চৌধুধী (৪০) নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। বিএনপির দু‘গ্রুপের মধ্যে ফের সংর্ঘষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, সিংগাতী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির মাসুম চৌধুরী গ্রুপের সাথে বিএনপির এরশাদ চৌধুরী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (শনিবার ৭ জুন) উভয় গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী চলা সংর্ঘষে নারীসহ দুপ্রুপেরই আন্তত ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ২০জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে আজিজুর রহমান চৌধুধী (৪০) নামে বিএনপির এক কর্মী মারা যায়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলাম এতথ্য নিশ্চিত করে জানান, বিএনপির দু‘গ্রুপের মধ্যে ফের সংর্ঘষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বিএনপি কর্মী আজিজুর রহমান চৌধুরী বিএনপির এরশাদ চৌধুরী সমর্থক।
ভোরের আকাশ/আজাসা