সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করে। এ সময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকলে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহতের দুই মেয়ে আহত হয়েছে। পুলিশ চালকসহ কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুরে দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহত মাসুদ রানা (২৮) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে। আহত মাহি আক্তার (১২) এবং তার ছোট বোন মনিয়া আক্তারকে (৯) ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহি আক্তার মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের ৮ম শ্রেণী এবং তার ছোট বোন মনিয়া আক্তার ৬ষ্ঠ শেণীর শিক্ষার্থী। আটক কাভার্ড ভ্যান চালক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রমজান আলী (৩০)।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়ে মাহি আক্তার এবং মনিয়া আক্তারকে নিয়ে মোটসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রং সাইড দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী মিনি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হয় এবং তার দুই মেয়ে গুরুতর আহত হয়। আহত দুই শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহগযোগীতায় পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাকেল, চালকসহ কাভার্ড ভ্যান আটক এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/এসএইচ
শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে ই-লানিং এন্ড আর্নিং লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি।ছবি : ভোরের আকাশপিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. রেজাউল হক, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, পিরোজপুর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মাহিন খান, প্রশিক্ষণার্থী মরিয়ম আক্তার, প্রশিক্ষণপ্রাপ্ত মো. খায়রুজ্জামান, আছিয়া আক্তার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর যুব উন্নয়ন এর সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল। অনুষ্ঠানে ২য় ব্যাচের প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র এবং ৩য় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উল্লেখ্য, পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দুটি ব্যাচে ১০০জন যুবক-যুবতিদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৭৫ জন যুবক-যুবতি বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ আয় করা শুরু করেছে।ভোরের আকাশ/এসএইচ
বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা। জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা এবং নানা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। ভোরের আকাশ/এসএইচ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম ও লালমনিরহাট জোন শাখার কর্মকর্তাদের আয়োজনে প্রশিক্ষণ, ব্যাংকিং এবং ঋণের আইনি দিক নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রহমতুল্লাহ সরকার,কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রিতম কুন্ডু, লালমনিরহাট জোনের জোনাল ব্যবস্থাপক হাফিজুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে কৃষকদের উন্নয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে।কর্মশালায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ব্যাংকের ঋণ প্রদান ও বকেয়া ঋণ আদায়ে কার্যক্রম আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।ভোরের আকাশ/জাআ