নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করে। এ সময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২২ জুলাই ২০২৫ ০১:৫৬ পিএম
ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় অন্তত ১১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচারে গুলিবর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের।দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ।আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা।অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ০৮:০১ এএম
গাজা ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
গাজা ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ৩০ জন মানুষও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।এই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্ক ও সুয়েইদা শহরে বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন নিহত ও ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।অন্যদিকে, ইসরায়েল দাবি করছে, হামাসের ওই হামলায় তাদের ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি নাগরিককে অপহরণ করা হয়। গাজার দক্ষিণে খান ইউনিসে নিহতদের নিয়ে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাসের হাসপাতালের পরিবেশ। আহত ও নিহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মাধ্যমে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুলাই ২০২৫ ০৮:২৬ এএম
চরফ্যাশনে জমির বিরোধ নিয়ে অসহায় পরিবারের ওপর হামলা ও অপপ্রচার
ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও হামলার শিকার করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকশী বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ তুলে ধরে।ভুক্তভোগী হাছান বানু ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলআমিন বিএসসি, আমির হোসেন, হাসান, নাজমা ও আলেদা বেগম আমাকে ও আমার পরিবারের সদস্যদের ওপর ৩২শতাংশ জমির বিরোধ নিয়ে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে।হাছান বানু বলেন, আমার শ্বশুর নজীর আহমদ বকশী প্রায় ১২ বছর পূর্বে দেড় লাখ টাকায় আমার কাছে ৩২শতাংশ জমি বিক্রি করলেও আমাকে কোনো কাগজপত্র দেয়নি। আমার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রি করে দেড় লাখ টাকা দিলেও আমার শ্বশুর বছরের পর পর বছর ধরে আমাকে জমির কাগজপত্র বা দলিল দেননি। তবে আমার স্বামী ও সন্তানরা ওই জমিটি দীর্ঘ বছর ধরে ভোগদখল করে আসছে।গত শনিবার (১২ জুলাই) আমার ছেলে আমিরুল ইসলাম ওই জমিতে আবাদকৃত ধানের চারায় সেচ দিতে গেলে আমার শ্বশুর নজীর আহমেদ ও ভাতিজা বিএসসি আলআমিনের নেতৃত্বে আমির হোসেন, হাসান,নাজমা,আলেদা বেগমসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার স্বামী ইয়াছিন বকশী,ছেলে আমিরুল ও মেয়ে বিবি কুলছুম এবং সুফিয়াকে আহত করে। স্থানীয় এলাকাবাসী আমাদের উদ্ধার করে।হাছান বানুর ছেলে আমিরুলল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমাদের আত্মীয় স্বজন হলেও আমাদের কাছে বিক্রি করা জমি বুঝিয়ে না দিয়ে আমার রোপণকৃত ধানের চারাগুলো নষ্ট করে ফেলে এবং উল্টো থানায় আমাদের নামে লিখিত অভিযোগসহ সাংবাদিক মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের উপর হামলার দায় চাপিয়ে দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বানোয়াট খবর প্রকাশ করেছে। এতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট করার পায়তারা করছে প্রতিপক্ষ গ্রুপটি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।হামলার অভিযোগ অস্বীকার করে আলআমিন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে পারিবারিকভাবে আমি শুনেছি চাচাতো ভাই আমিরুল ও আমার চাচা ইয়াছিন বকশী আমার দাদা নজীর আহমদ বকশীকে জমির মধ্যে হামলা করে আহত করেছে।এই ঘটনায় স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, হাছান বানু ও তার পরিবারের সঙ্গে মিথ্যা হামলা মামলা করে আলআমিন গং দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এবং নজীর আহমদ তার কাছে জমি বিক্রির ওয়াদা করে টাকা নিলেও তাদেরকে জমিটি বুঝিয়ে দেননি। এতে করে ওই এলাকায় একাধিকবার সালিশ ফয়সালার মাধ্যমে হাছান বানুকে জমি বুঝিয়ে দেয়ার জন্য নজির আহমেদকে নির্দেশ দিলেও তিনি তা মানছেন না বলেও এলাকার সালিশদারগণ জানান।চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজান হাওলাদার বলেন, “ঘটনার বিষয়ে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৯:১৩ পিএম
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত ৪
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশে হামলার জেরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রের এ তথ্য জানা গেছে। এর মধ্যে দুজন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। এছাড়া আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে।এরআগে, আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সমাবেশ চলাকালীন হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ এনসিপির। হামলাকারীরা সমাবেশস্থলে ঢুকে মঞ্চ ভাঙচুর করে, সাউন্ড সিস্টেম ও চেয়ার-টেবিল ছুড়ে ফেলে দেয় এবং নেতাকর্মীদের মারধর করে।এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে, ফলে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির গাড়িবহরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।এ ঘটনায় গোটা গোপালগঞ্জ শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৭:২৩ পিএম
এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পর গোপালগঞ্জ সদরে এ হামলার ঘটনা ঘটে।এর আগে আজ দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।তারও আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৩:২৩ পিএম
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৭৮ নিহত
গাজায় অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণে একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। দক্ষিণাঞ্চলীয় রাফা, খান ইউনিস, বুরেইজ ও গাজা শহরজুড়ে চালানো একাধিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ইসরায়েলের এই সামরিক আগ্রাসনে নিহতের মোট সংখ্যা এরই মধ্যে ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ জুলাই) সকালে দক্ষিণ গাজার রাফায় একটি সরকারি খাদ্য সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। হতাহতরা সবাই ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন।প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণকেন্দ্রের পাশে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে।এতে আরও জানানো হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুতদের এক শিবিরে বিমান হামলায় ৯ জন নিহত ও বহু আহত হয়েছেন। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে এক বাণিজ্যিক ভবনে হামলায় নিহত হয়েছেন ৪ জন। এছাড়া, ইসরায়েলি সেনারা উত্তর গাজা ও গাজা শহরে আবারও হামলা জোরদার করেছে। গাজা শহরে এক অ্যামবুশে একটি ট্যাংকে রকেট হামলা ও পরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এতে তিনজন ইসরায়েলি সেনা নিহত হন।জাতিসংঘ সংস্থাগুলো ক্রমাগতভাবে গাজায় আরও ত্রাণ ঢোকানোর আবেদন জানাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, জ্বালানির ঘাটতিতে বহু ডেসালিনেশন প্লান্ট, পাম্প স্টেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ইসরায়েল চলতি বছরের ২ মার্চ থেকে প্রায় সব ধরনের জ্বালানি ঢোকানো বন্ধ করে দিয়েছে। এর ফলে পরিষ্কার পানি, হাসপাতাল, অ্যাম্বুলেন্স সবই প্রায় অচল।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট মৃতের সংখ্যা ৫৮ হাজার ১০০ জনে পৌঁছেছে। যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।ভোরের আকাশ/এসএইচ
১৫ জুলাই ২০২৫ ০৯:৪৫ এএম
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ গ্রেফতার
রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।এর আগে শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত ইফতেখারুল ইসলাম শুভ রংপুর মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে আহত মামুনুর রশিদ মামুন, আহত জয়নাল আবেদীন বাপ্পী, আহত রমজান আলী ও আহত শহিদুল ইসলাম পৃথক চারটি মামলা করেছেন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তার শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজহারভুক্ত আসামি।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ১১:১৭ এএম
সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের ওপর আবার হামলা হতে পারে।সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল-আমেরিকার 'সংঘবদ্ধ' হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র, এবং তারা শিগগিরই ইরানের তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। সাক্ষাৎকারে মোক্তাকি আরও বলেছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে, মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে।ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ।মোক্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুতরভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন।প্রসঙ্গত, টানা ১২ দিনের সংঘাত শেষে গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে আবারও যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের ওপর হামলা চালাতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।ভোরের আকাশ/জাআ
৩০ জুন ২০২৫ ১০:০৯ এএম
ইসরায়েলের হামলায় গাজায় নিহত ক্ষুধার্ত ত্রাণপ্রার্থীসহ আরও ৭২
অবরুদ্ধ গাজার উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরও অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এমন কিছু মানুষ, যারা খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণকেন্দ্রে অপেক্ষা করছিলেন। অবরুদ্ধ গাজায় প্রতিদিনই মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।সোমবার আল জাজিরাকে গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক মুয়াত আল-কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর আহতদের ঢল নামে উত্তর গাজার আল-আহলি হাসপাতালে।তিনি বলেন, এখানে প্রচুর আহত মানুষ এসেছেন, যাদের মধ্যে অনেক শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালটির চিকিৎসা সংকট চরম অবস্থায় পৌঁছেছে।ইসরায়েল পূর্ব গাজা শহরে লিফলেট ছড়িয়ে সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলছে। কিন্তু এসব সতর্কতার পরই শুরু হচ্ছে ভারী বোমা হামলা, যাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।এদিকে রোববার নিহতদের মধ্যে অন্তত পাঁচজন ফিলিস্তিনি রয়েছেন, যারা দক্ষিণাঞ্চলের রাফাহর উত্তরে খাদ্য বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়েছিলেন। বিতরণ কেন্দ্রগুলো বর্তমানে পরিচালনা করছে ব্যাপক সমালোচিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), যাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিচ্ছে।গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, জিএইচএফ গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর (মে মাসের শেষদিক থেকে) ইসরায়েলি সেনারা প্রায়শই এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমাণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে, এতে এখন পর্যন্ত ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং চার হাজারেরও বেশি আহত হয়েছেন।ইসরায়েলি দৈনিক হারেৎজ একটি প্রতিবেদনে জানায়, কিছু ইসরায়েলি সেনা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন- তাদেরকে নিরস্ত্র সহায়তা প্রার্থীদের ওপর গুলি চালিয়ে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে গাজায় মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। পুষ্টির অভাবে শিশু ও নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়ত।গাজা শহরের একটি হাসপাতালে কাজ করছেন অস্ট্রেলীয় স্বেচ্ছাসেবী নার্স ক্রিস্টি ব্ল্যাক। তিনি বলেন, আমাদের হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। এমনকি অন্তঃসত্ত্বা নারীদের জন্য প্রয়োজনীয় বিশেষ ফর্মুলা খাবারও নেই, ফলে অনেক মা দুধ উৎপাদন করতে পারছেন না, আবার শিশুদের জন্য দুধের বিকল্পও নেই।ক্রিস্টি ব্ল্যাক জানান, শুধু গত কয়েকদিনেই গাজা শহরে কয়েকজন শিশু অপুষ্টির কারণে মারা গেছে। তিনি বলেন, আমরা এমন শিশুদের দেখছি; যারা নয় বা দশ বছর বয়সী; কিন্তু দেখতে দুই বছর বয়সীদের মতো।এছাড়া বোমা হামলার কারণে ধুলা ও বিষাক্ত গ্যাসে শিশুদের মধ্যে শ্বাসজনিত রোগও বাড়ছে বলেও জানান তিনি।ভোরের আকাশ/জাআ
৩০ জুন ২০২৫ ০৯:১৩ এএম
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ইরানে ব্যাপক হামলার নির্দেশ দেন। তিনি ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেন।এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ফের হামলা চালিয়েছে। এর জবাবে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের ওপর ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দেন।ইসরায়েলের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের দিক থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করে।ভোরের আকাশ/এসএইচ